text
stringlengths 10
210k
|
---|
অপেক্ষা শুধু সম্মতির। |
স্টাফ রিপোর্টার ॥ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার প্রশ্নটি উত্থাপিত হয় ১৯৪৭ সালের ভারত বিভাগের আগে থেকেই। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বেই আলীগড় বিশ্ববিদ্যালয়ের ড. জিয়াউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ পাল্টা বাংলাভাষার প্রস্তাব দেন। বাংলাকে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক ভাষার প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব আসে ‘গণআজাদী লীগের’ (পরবর্তীতে সিভিল লিবার্টি লীগ) পক্ষ থেকে ১৯৪৭ সালের জুলাই মাসে। তারা তাদের দাবির পক্ষে জোর প্রচার চালায়। সে সময়ের সংবাদপত্রগুলো পাকিস্তানে বাংলাভাষার সম্ভাবনা নিয়ে বুদ্ধিজীবীদের কলাম এবং নিবন্ধ একের পর এক প্রকাশ করে। |
আজ আমি আগের চেয়েও বেশি সক্রিয় মাইক্রোসফট নিয়ে। |
পাভেল ব্যাভোদা নামে একজন এমপি তার টুইটার একাউন্টে র্যামবোর বেশে অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, মি জেমান কি নিজে কালাশনিকভ চালাবেন, নাকি এরকম কাউকে ভাড়া করবেন। |
তিনি বলেন, এটা সাধারণ পাবলিককে হয়রানি ছাড়া আর কিছুই না। |
ফলে জঞ্জাল অপসারণ, ১০০ দিনের কাজের লোক, স্বাস্থ্য, নিরাপত্তা কর্মী-সহ একাধিক দফতরে ঢালাও ভাবে লোক নিয়োগ হয়েছে। |
এতে বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে অনেককে সমস্যার সম্মুখীন হতে হয়। |
কোর্ট নির্দেশ দেন প্রসূতির মেডিক্যাল টেস্ট করা হবে। |
কারণ তাদের শ্যেন নজর এড়িয়ে কোনো কুকাজ করাই আমাদের পক্ষে সম্ভব ছিল না। |
সব ঠিক থাকলে দু’দিন বাদে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। |
পুলিশের কাছে তার বাড়ি থেকে পালানোর কথা শুনে ওর বাবা-মায়ের কথাই মনে হয়েছিল। |
বাংলাদেশে বর্তমানে তিনটি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে জানিয়ে তিনি বলেন, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও হিজবুত তাহরির এই তিনটি সংগঠন বর্তমানে সক্রিয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। |
কাগুজে ঘুড়ির সাথে মন ঘুড়ি |
সে যে পালায়ে যাবে মাস্টার সাব জানত? |
দ্যাট ডে ইউ কল্ড মি প্রিয়তমা। |
তারপর অনেক চেষ্টা করে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। |
এমনভাবে আপনাকে খলনায়ক বানানোয় কিছু বলবেন না? |
আর তাই এ সময় বিয়ে করা যাবে না। অন্ত্যেষ্টি ক্রিয়া বন্ধ রাখতে হবে। এমনকী, দেশের বাইরে যাওয়া বা বিদেশ থেকে দেশে ফেরাও যাবে না। এই কংগ্রেসেই উত্তর কোরিয়াকে পরমাণু ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার মনোবাসনা রয়েছে কিমের। |
সেইদিন রাত্রে ভূতেদের কমিটি এই সিদ্ধান্তে উপনীত হল যে, আর ওদের ভয় দেখানো হবেনা দু চারদিন, তা হলে ওরা গাঁ ছেড়ে পালিয়ে যেতে পারে। |
এই চায়ের দোকানকে সম্বল করেই তিনি দিন গুজরান করেন। |
বুধবার বিকাল সাড়ে তিনটে নাগাদ সিপিএম কর্মী, সমর্থকেরা বৈদ্যপুর মোড়ে জড়ো হন। |
কিন্তু দিল্লি সরকার সেই বিতর্কই জাগিয়ে রাখতে চায় বলে অভিযোগ করেছেন তিনি। |
বিদেশে চাকরির টোপ দিয়ে টাকা হাতিয়ে বারাসাতের বধূকে দুবাইতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় কাকদ্বীপের যুবক |
Home » ব্র্যাকের ‘নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি সেন্টার’ পরিদর্শনে প্যারা অলিম্পিকে সোনাজয়ী সাঁতারু |
সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র এটা তো বাংলাদেশে চিরাচরিত একটা বিষয়। |
যাদের উদ্যোগে এই ওষুধগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। |
হ্যারি হীম হয়ে গেল যদি সেটা থাকতো তা ভেবে। |
বরং সেসব প্রতিক্রিয়াশীলদের দমন করা প্রয়োজন। |
এফসি পুনে সিটি–র কোচ প্রদ্যুম্ন রেড্ডিও ৩ পয়েন্টের জন্য ঝাঁপাতে চান। |
মনিরুজ্জামান, পটুয়াখালী-১ এর এ বি এম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-২ মোহাম্মদ মিজানুর রহমান খান, ভোলা-৪ এম এ মান্নান হাওলাদার, ঝালকাঠী-১ মোহাম্মদ শাহজালাল শামীম, পিরোজপুর-১ মনিমোহন বিশ্বাস, বরিশাল-৪ মো. |
মেয়েদের দর্শন দিতেন বটে, কিন্তু সাধুপুরুষ, স্ত্রীলোকের দর্শন পাবার জন্যেই ব্যাকুল হয়ে উঠতেন। |
তিনি এমন এক মাঠে এই মাইলফলকে পৌছেছেন যেখানে শ্বশুর ম্যারাডোনা ১৯৮৪-থেকে ১৯৯১ সাল পর্যন্ত আইকন হিসেবে ফুটবল খেলেছেন। |
ভাবছিলুম, যে ভালো লেখে সে ভালো বলতে পারে না-যেমন শরৎচন্দ্র, প্রমথ চৌধুরী, কিন্তু রবীন্দ্রনাথের বেলায় কিছুই অনিয়ম নয়। |
জ্বরে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে, শুধুই ভাইরাস জ্বর, নাকি তা টাইফয়েড, জন্ডিস, নিউমোনিয়ার ইত্যাদির দিকে। |
এই ভাইরাসের সরাসরি প্রভাব থেকে বাঁচতে… |
১২ জুলাই, ২০১৭, ২৩:৫৬:০০ |
এদিকে, পড়শি দেশ অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি চালাচ্ছে। |
আমার হলের সামনে একটা হাসনাহেনা ফুলগাছ আছে। |
দুলাভাই, আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি। |
একইসঙ্গে জানানো হয়, সে মানসিকভাবে অসুস্থ। |
নেতৃত্বের ব্যাপারে যে কথাটি আসে তা হলো, ‘মানুষ পরিচালনা করা’ (সড়ারহম ঢ়বড়ঢ়ষব)। এখন প্রশ্ন হলো, কিভাবে মানুষকে পরিচালনা করবেন? মানুষ পরিচালনার পাঁচটি উপায় আছে- |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা অভিমুখী রাস্তার পাশে থেমে থাকা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১-১৬৭৭)এর ভিতর তার লাশ পড়ে ছিলো। |
মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যবাসী আমাকে ও আমার দলকে প্রত্যাখ্যান করেছেন। |
গত বৃহস্পতিবার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়া বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। |
তাই এমপিও আটকে রেখেছিলাম। |
কোরিয়ান মুভির নকল যে বলছেন সেই কোরিয়ান ছবিটি কি দেখেছেন ? ছবিটির ৩ টি দৃশ্য কেবল নেওয়া হয়েছে। এখন শুধু ঐ দৃশ্য তিনটির জন্য যদি পুরো ছবিকে নকলের তকমা লাগিয়ে দেন তবে দুনিয়ার সব ছবিই নকল। |
অন্যান্য কাগজপত্রও তৈরি হয়ে গিয়েছিল। |
শোক সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. |
সরকার কর্মচারীদের ২০ হাজার টাকার বেতন একলাফে বাড়িয়ে ৪০ হাজার টাকা করে দেয়। জনগনের কাজ বন্ধ করে দিয়ে সপ্তাহে ২দিন মজা করার জন্য ছুটি দেয়। মাসে ২বার করে বোনাস দেয়। উৎসবে আনন্দ ফুর্তি করার জন্য মোটা অংকের ভাতা দেয়,পানির দামে রেশনের মাল দেয়। |
চন্দ্রের বর্ষ পরিক্রমার ভিত্তিতে এই সন গণনা করা হয়। চান্দ্র মাস হচ্ছে চন্দ্রের সূর্যের দিকের অবস্থান (অমাবস্যা) থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে একই অবস্থানে প্রত্যাবর্তনের সময়। সাধারণত এই মাস ২৯.৩০৫৫ থেকে ২৯.৮১২৫ সৌরদিবসের মধ্যে পরিবর্তিত হয়। চন্দ্রের গড় প্রদক্ষিণ কাল (খঁহধঃরড়হ) বা চান্দ্র মাসের গড় দৈর্ঘ্য হচ্ছে ২৯.৫৩০৫৮৮১ সৌর দিবস। চন্দ্রের হিসাবে ৩৫৪ দিন ৯ ঘন্টায় এক চান্দ্র বৎসর (খঁহধৎ ণবধৎ)। অর্থাৎ চান্দ্র বৎসরের দৈর্ঘ্য ৩৫৪.৩৬৭০৫৭২ সৌরদিবস। |
সিএবি থেকে সোজা দৌড় লাগালেন সার্ভিস সেন্টারে। |
মহানগর ওয়েবডেস্ক: অভিযোগটা দীর্ঘদিনের। |
অনুষ্ঠানে গরীব অসহায় ২ জন ব্যাক্তিকে স্বাভলম্বী করার লক্ষ্যে ২ টি রিক্সা প্রদান, সুবিধা বঞ্চিত লোকায় একটি পরিবারকে স্যনেটারী প্রদান এবং একটি গরীব মেধাবী মাদ্রাসা ছাত্রকে বাৎসরিক বৃত্তি প্রদান করা হয় । |
এবং খুবই গুরুত্বপূর্ণ আর জটিল সিদ্ধান্তের ক্ষেত্রে এর সঠিক ব্যবহার করা হয় তা হলে এটা তো ভালই। |
আর এই কারণে রাজ্যের অনেক রুটে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। |
কেৱল মহানগৰীতে নহয়, বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত পানীৰ অভাৱ এক ডাঙৰ সমস্যাৰূপে পৰিগণিত হৈছে। |
রেজ্জাকের উপরে হামলার আশঙ্কা বেবাক উড়িয়ে দিয়ে আরাবুলের মন্তব্য, ‘‘দল রেজ্জাক সাহেবকে প্রার্থী করেছে। |
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। |
সেটা মুকুল রায়ও ভালো করেই জানেন। |
‘পাকিস্তান নয়, আমার বাবাকে হত্যা করেছে যুদ্ধ’—সাদা আর্ট পেপারে এই কথাগুলো লিখে, সামনে ধরে ছবি তুলেছিলেন গুরমেহর। |
গগৈয়ের কথায়, ‘‘তখন চার দিক থেকে পাথরবৃষ্টি হচ্ছে। |
শেষ আপডেট: ৮ এপ্রিল, ২০১৭, ০২:৩৪:২০ |
প্রত্যুষা যেখানে নিজের বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে লিভ ইন করতেন সেখানে জিয়া সুরজ পাঞ্চলির সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। |
সমাবেশে একাধিক বক্তা বলেছেন, মূলত তারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে কিছুই জানেন না। প্রকল্পটি বাস্তবায়িত হলে লাভ হবে না লোকসান হবে সে বিষয়েও কোন ধারণা নেই। তাই এজন্য এ বিষয়ে অবগত রয়েছেন এমন একজনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। |
২০১৯চনত বি এছ এন এলৰ ৱাইৰলেচ মাৰ্কেট গ্ৰাম্যাঞ্চলত মাত্ৰ ১৫ শতাংশহে আছেগৈ। |
খুব সাবধানে পা টিপে টিপে উঠতে হচ্ছে। |
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. |
আরও কুড়ি কুড়ি বছরের পার, ১৯২৮-এ তিনি যখন পুদুচেরির অরবিন্দ আশ্রমে মুক্তির আশ্রয় খুঁজে পান, তার প্রথম অভিজ্ঞতাও বেশ চমকপ্রদ। |
মঠের প্রধান |
বৈঠক থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট। |
মেলায় নিখরচায় খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মায়াপুর ইস্কনের পক্ষ থেকে। |
তা খারাপ কিছু নয়। |
বেশ কয়েক জায়গায় অশান্তির পর ভারতীর গাড়ি আটক করা হয় কেশপুর থানার সামনে। |
ক্যাপশনে লিখেছেন, 'অসুরের দুর্গা অদিতি'। |
গত বছর জুনে টাইগারদের দায়িত্ব নিয়ে এক বছর পার করে ফেললেন রোডস। |
বই আলোচনা কালো সীমানার রক্তাক্ত জীবন |
কথাটা স্বীকার করে অরুণ মাথা নাড়ে। |
তার আগে এই পদটিতে ছিলেন মো. |
তাতে বলা আছে, কোনও শ্রমিক মাসে ২৫ টাকা করে জমা দিলে, তাঁর হয়ে সরকার দেবে ৩০ টাকা। |
আবার ইসলামের ইতিহাস বলতে গিয়ে তিনি অতিকথন করেননি। |
আরএসপি দলীয় কার্যালয়ে বোলপুরে ক্রান্তিভবনে তাই বেশির ভাগ সময় কাটছে তপনবাবুর। |
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে কংগ্রেস প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। |
১৮ এপ্রিলের লড়াই তাই জোরদার হতে চলেছে বিএসপি এবং বিজেপি-র মধ্যে। |
গত সপ্তাহে নদিয়ায় রেশনের চাল নিয়ে দলীয় বিধায়ক মহুয়া মৈত্রের অভিযোগ পেয়ে তা তদন্ত করে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। |
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর সংস্থা ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা |
তারই প্রতীক হিসেবে শ্বেতশুভ্রা দেবী হয়ে উঠেছেন ‘পলাশপ্রিয়া’। |
সঙ্গে হাজির সাম্বা মিউজিক-এর বিখ্যাত শিল্পী ফাবিও ব্রাজ্জা। |
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদের দাম দেওয়া হচ্ছে না। |
তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো, ‘রাজধানীর বুকে’, ‘সূর্যস্নান’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘নতুন সুর’, ‘রূপবান’, ‘মিলন’, ‘নদী ও নারী’, ‘ভাইয়া’, ‘ফির মিলেঙ্গে হাম দোনো’, ‘ক্যায়সে কাহু’, ‘আখেরি স্টেশন’, ‘সোনার কাজল’, ‘দুই দিগন্ত’, ‘সমাধান’ প্রভৃতি। |
মাঠের ভেতর ব্যাথা পাওয়ার 'অভিনয়' করে এখন বিশ্ব ফুটবলের অন্যতম শিরোনাম ব্রাজিলের অধিনায়ক নেইমার। চলতি বিশ্বকাপ ফুটবলে মাঠের ভেতর প্রতিপক্ষ খেলোয়াড়দের ফাউলে ব্যাথা পেয়ে যেভাবে মাটিতে লুটিয়ে পড়ছেন নেইমার, সেটিকে অভিনয় বলছেন প্রতিপক্ষের খেলোয়া-কোচ, সাবেক খেলোয়াড়রাসহ আরো অনেকে। তবে এই সমালোচনায় কান দিতে রাজি নন নেইমার, তা আগেই জানিয়েছেন। এবার নেইমারের পক্ষ নিয়ে কথা বললেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো। তিনি বলেন, ‘নেমারকে নিয়ে যা বলা হচ্ছে সবই ভুল। তাকে ইচ্ছাকৃত ফাউল করা হচ্ছে, যাতে সে সেরা পারফরমেন্স করতে না পারে। তারপরও তাকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। নেইমারের সমালোচনা করে তাকে আটকে রাখা যাবে না।’ |
…শুধু একটু হেসে চুপ করে রইলুম। |
তবে গতানুগতিক সিনেমায় কাজ করতে চাই না। |
পরে নির্বাচন কমিশন দাবি মেনে নেয়। |
প্রকাশ : ২৪ জুন ২০১৮, ২২:৩৩ | অনলাইন সংস্করণ |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ক্যারিয়ার কাব ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট-২০১৯’র আয়োজন করে। |
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘একুশে পদক’ লাভ করেন। এছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাসের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের পুরস্কার লাভ করেন। দেশের বাইরেও তাকে নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। তার প্রমাণ জাপান টেলিভিশন ‘এনএইচকে’ তাকে নিয়ে নির্মাণ করে ১৫ মিনিটের তথ্যচিত্র ‘হু ইজ হু ইন এশিয়া’। |
তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইস্টবেঙ্গল। |
১৯৭৭ সালে রামবিলাস হাজীপুর পুরসভার জনতা পার্টির সদস্য হিসেবে যোগ দেন লোকসভায়। |
যদি এই কথাটি সত্য হতো তবে মস্তিষ্কে বড় একটা অংশ ফেলে দিলে কিছুই ঘটতো না। |
ওঝা-পুরুতরাও তাই বুঝেই মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল, সব বাজে কথা! |