Column1
stringlengths
100
4.78k
ভড়ং সর্বস্ব বাংলা আর্ট অ্যান্ড কালচারের হিসাব গুলিয়ে দেওয়ার ম্যাজিকের নাম ব্রাত্য রাইসু November 23, 2017
Tagged with আকাশে কালিদাসের লগে মেগ দেখতেছি, আলতাফ হোসেন, ইমরান মাঝি, কামরুজ্জামান কামু, প্রথম আলো, ফয়জুল লতিফ চৌধুরী, ফয়সল নোই, বিশ্বসাহিত্য কেন্দ্র, মাতিয়ার রাফায়েল, মানবজমিন, মাসুদ রানা, মুজিব মেহদী, মোস্তফা সরওয়ার ফারুকী, রনি আহম্মেদ, শাহমান মৈশান, সর্বসাধারণ, সাখাওয়াত টিপু, সাজ্জাদ শরিফ, স্পিরুলিনা
ইউটিউবকে টেক্কা দিতে সম্প্রতি বেশ কিছু নতুন ভিডিও ফিচার যুক্ত করেছে ফেসবুক। এরই অংশ হিসেবে এবার ভিডিও নির্মাতাদের জন্য আলাদা একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। ভিডিও নির্মাতাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন টুলস রয়েছে ‘ফেসবুক ক্রিয়েটর’ নামের এই অ্যাপটিতে।
অ্যাপটির আরও বড় একটি সুবিধা হলো ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টের কমেন্টে রিপ্লাই দেওয়া যাবে এই অ্যাপের মাধ্যমেই। এছাড়া মেসেঞ্জার ব্যবহার ছাড়াই এখান থেকে সব মেসেজ পড়া এবং রিপ্লাই দেওয়া যাবে।
ভিডিও নির্মাতারা ক্রিয়েটর থেকেই লাইভে যেতে পারবেন। লাইভ ভিডিওতে যুক্ত করা যাবে পছন্দের স্টিকার এবং ফ্রেম। এছাড়া ভিডিওর শুরুতেই ইন্ট্রো যুক্ত করার সুবিধাও থাকছে এই অ্যাপে। এছাড়া ক্রিয়েটর থেকে সরাসরি ছবি তুলে সম্পাদনা করা এবং ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে।
সংরক্ষণাগার মাস নির্বাচন করুন নভেম্বর 2018 (56) অক্টোবর 2018 (152) সেপ্টেম্বর 2018 (140) আগস্ট 2018 (80) জুলাই 2018 (138) জুন 2018 (93) মে 2018 (162) এপ্রিল 2018 (162) মার্চ 2018 (157) ফেব্রুয়ারী 2018 (176) জানুয়ারী 2018 (160) ডিসেম্বর 2017 (115) নভেম্বর 2017 (189) অক্টোবর 2017 (178) সেপ্টেম্বর 2017 (76) আগস্ট 2017 (119) জুলাই 2017 (117) জুন 2017 (104) মে 2017 (141) এপ্রিল 2017 (155) মার্চ 2017 (133) ফেব্রুয়ারী 2017 (126) জানুয়ারী 2017 (150) ডিসেম্বর 2016 (133) নভেম্বর 2016 (17) অক্টোবর 2016 (129) সেপ্টেম্বর 2016 (121) আগস্ট 2016 (135) জুলাই 2016 (88) জুন 2016 (125) মে 2016 (113) এপ্রিল 2016 (141) মার্চ 2016 (138) ফেব্রুয়ারী 2016 (119) জানুয়ারী 2016 (129) ডিসেম্বর 2015 (112) নভেম্বর 2015 (85) অক্টোবর 2015 (90) সেপ্টেম্বর 2015 (46) আগস্ট 2015 (33) জুলাই 2015 (48)
কপিরাইট © ২০১৫ সি নিউজ দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে এসএপি এসই (SAP SE) এবং এসএস সলিউশনস প্রাইভেট লিমিটেড সম্মিলিত ভাবে কাজ শুরু করেছে। এরই অংশ
একজন ভিডিও নির্মাতার পোস্ট বা ভিডিওর বিস্তারিত পরিসংখ্যান দেখার ব্যবস্থাও থাকছে অ্যাপটিতে। অ্যাপটি এখন শুধু আইওএস ডিভাইসেই ব্যবহার করা যাবে। তবে দ্রুতই অ্যান্ড্রেয়েডের জন্যও অ্যাপটি পাওয়া যাবে বলে জানিয়েছে ফেসবুক।
সম্প্রতি মাসিক সি-নিউজ থেকে গোলাম দাস্তগীর তৌহিদ টগি সার্ভিসেস লিমিটেড এর আত্নপ্রকাশ করতে যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব
নির্বাসিত অজি ওপেনারের পরিবর্তে ইংল্যান্ড ব্যাটসম্যান আলেক্স হেলসকে দলে নিল সানরাইজার্স৷ হেলস একমাত্র ইংল্যান্ড ক্রিকেটার যাঁর দখলে ১টি টি-২০ সেঞ্চুরি৷
breaking cctv india paytm science selfie video viral আগুন আধার আমেরিকা গ্রেফতার দুর্গাপুর পুলিশ ফাঁস বিজেপি বিনোদন ভারত ভারতীয় মৃত্যু রামনবমী শুক্রবার সিন্ধু হলি-বলি-টলি ২০১৮
ওয়ার্নারের পরির্তে কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে সানরাইজার্স৷ উইলিয়ামসনের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে৷ ৯ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একাদশ আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স।
শীর্ষনিউজ, ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরুর প্রথম দিনেই সারাদেশে অনুপস্থিত ছিল ৪৩ হাজার ৬৪২ জন এবং বহিষ্কার হয়েছে ১৯ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১ নভেম্বর) বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শেষে এদিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডে ১৪ হাজার ১৩১ জন, রাজশাহী বোর্ডে ৫ হাজার ২৯৩ জন, কুমিল্লা বোর্ডে ৪ হাজার ৩৫৪ জন, যশোর বোর্ডে ৪ হাজার ৮৬০ জন,চট্টগ্রাম বোর্ডে ৩ হাজার ১৯৬ জন, সিলেট বোর্ডে ২ হাজার ৯৮৬ জন, বরিশাল বোর্ডে ৩ হাজার ২৫৬ জন,দিনাজপুর বোর্ডে ৫ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। ছাত্রদের থেকে এবার ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও বালিকা উচ্চবিদ্যালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, ‘বিগত সময়ে প্রশ্নফাঁসের অভিযোগের পর আমরা আরও কঠোর অবস্থানে এসেছি। গত এইচএসসি পরীক্ষায় কোনও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। পাঁচ মন্ত্রণালয় একত্রে প্রশ্নফাঁস প্রতিরোধে কাজ করছে। ফলে এবারও প্রশ্নফাঁসের চান্স নাই।’ যারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়িয়ে গুজব ছড়াচ্ছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্মার্টফোনের জন্য ফেসবুক মেসেঞ্জারের স্বতন্ত্র ওয়েব অ্যাপ্লিকেশন চালু করেছে ফেসবুক। তাই বলে ভাববেন না যে ফেসবুক বন্ধুদের সাথে চ্যাট করা বন্ধ করে দিয়েছে। ফেসবুক কখনোই মেসেঞ্জারকে ফেসবুক থেকে বাদ দিবে না। বরং আজ থেকে messenger.com দিয়ে মেসেঞ্জারের জন্য নতুন ওয়েব ব্রাউজার ভার্সন চালু করেছে, যেখানে আপনি বন্ধুদের সাথে শুধুমাত্র চ্যাট করতে পারবেন। আপনি যদি নিউজ ফিড আপডেট বা বন্ধুদের প্রোফাইল দেখতে চান সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের মূল ওয়েবসাইটে যেতে হবে । এই ফেসবুক মেসেঞ্জারের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান (ম্যাসেজিং)। কেবল চালু হওয়া এই ওয়েব অ্যাপ্লিকেশনটি মোবাইল এবং ডেক্সটপে ব্যবহার করতে পারবেন। তবে ডেস্কটপে কিছু সীমাবদ্ধতা আছে। এখানে আপনি ছবি, স্টিকার, সিগনেচার ইত্যাদি পাঠাতে পারলেও এখনো ডেস্কটপে কোনো ভয়েস ম্যাসেজ রেকর্ড বা পাঠানোর সুবিধা যোগ করা হয়নি। একটি মেন্যু সেটিংস রয়েছে যেটি দিয়ে আপনি সাউন্ড ইফেক্ট বন্ধ বা চালু করতে পারবেন। তবে আপনি যদি কাউকে ব্লক করতে চান বা গোপনীয়তা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের প্রধান ওয়েবসাইটে যেতে হবে। যদি আপনি শুধু মাত্র চ্যাট করতে চান তবে এটি আপনার জন্য একটি চমৎকার অ্যাপ।
Author subeenPosted on April 9, 2015 Categories নিউজTags চ্যাট, ফেসবুক, বার্তা, ম্যাসেঞ্জারLeave a comment on ফেসবুক ম্যাসেঞ্জার
বিগত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল যে ফেসবুক তাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ আদান প্রদানের ব্যবস্থা শুরু করবে। আর গত বছরের অক্টোবরে যখন একটি কোড ফাঁস হয় এই বিষয়ে তখন প্রায় সকলেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে দ্রুতই এই সুবিধা হয়তোবা চালু হবে। আর আজ ফেসবুক পুরোপুরি ভাবে এই সুবিধা সকল ইউএস নাগরিকের জন্যে চালু করল।
ফেসবুক আজ তাদের অফিশিয়াল ব্লগে এই বিষয়ে একটি খবর প্রকাশ করে। তাদের দেয়া তথ্যমতে, খুব দ্রুতই সেই সুবিধাটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপে চালু করা হবে। আর ফেসবুক এক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। অবশ্য, ফেসবুক ২০০৭ সাল থেকে নানা গেম এবং বিজ্ঞাপন দাতাদের জন্যে ট্র্যান্স্যাকশন নিয়ন্ত্রন করে থাকে আর বর্তমানে তা প্রতিদিন ১০ লক্ষ এর অধিক হয়। সুতরাং মেসেঞ্জারের মাধ্যমে এই নতুন সুবিধায় নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্যে খুব একটা সমস্যা হবে না।
নিরাপত্তার বিষয়ে ফেসবুক তাদের ব্লগে বলেছে, “অর্থ লেনদেনের ক্ষেত্রে ফেসবুক সবসময় নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ত দিয়েছে। আমরা এমন এক মাধ্যম ব্যবহার করি যেখানে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাকে এনক্রিপ্ট করা হয় এবং এটি ফেসবুক, ব্যবহারকারীর কার্ডের তথ্য সকল ক্ষেত্রেই। আমরা এক্ষেত্রে সর্বাধুনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রযুক্তি ব্যবহার করি। একটি এন্টি ফ্রড বিশেষজ্ঞ দল সর্বক্ষণ সকল লেনদেন পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিরাপদ রাখতে।”
ফেসবুকে এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এটি বর্তমানে ফেসবুকের ইউএস এর ব্যবহারকারী পাবে। আর এক্ষেত্রে ব্যবহারকারীর ইউএস ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ডেবিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ডে এ এই সুবিধা রাখা হয়নি নিরাপত্তা এবং অতিরিক্ত ফি এড়ানোর জন্যে।
যদিও অর্থ পাঠানোর সাথে সাথে গ্রাহক তা পাবে তবে তা ব্যাংকে দেখাতে ২-৩ দিন অতিরিক্ত সময় লাগতে পারে। ব্যবহারকারী চাইলে ডেবিট কার্ডের তথ্য দিয়ে সুরক্ষার জন্যে একটি পিন নির্বাচন করতে পারবে। এছাড়া আইওএস ব্যবহারকারীরা টাচ আইডি সুবিধা পাবে। অতিরিক্ত হিসেবে আরেকটি নিরাপত্তা পিনও দেয়া যাবে।
ফেসবুক এ সুবিধা মেসেঞ্জারের মাধ্যমে চালু করার ফলে মুলত মেসেঞ্জারের গ্রহণযোগ্যতা সকলের কাছে আরও শক্তিশালী করে তুলেছে। গত বছর চ্যাট করার জন্যে আরেকটি অতিরিক্ত অ্যাপ হিসেবে মেসেঞ্জার ব্যবহার করতে সকল ব্যবহারকারীকে বাধ্য করলে নানা সমালোচনার মুখে পরে ফেসবুক। এ নতুন সুবিধা ফলে এটি থেকে কিছুটা উঠে আসতে পারবে ফেসবুক। এছাড়া যদি ফেসবুক ভবিষ্যৎ এ ক্রয় বিক্রয় করার সুবিধা চালু করে তবে আরেকটি নতুন ডাটা পাবে তারা ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন ব্যবস্থা আরও উন্নত করতে।
তবে বর্তমানে ফেসবুক তাদের ব্যবহারকারিদের এ মাধ্যমে ব্যবহারের সময় বৃদ্ধির দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। ইতোমধ্যে ফেসবুকে গড়ে ২১ মিনিট করে দিনে সময় কাটায় একজন ইউএস ব্যবহারকারী। যা কিনা একজন ইন্টারনেট ব্যবহারকারীর মোট ব্যবহারের ৬%। হিসেবের দিক থেকে ফেসবুক বর্তমানে গুগলের পিছনে দ্বিতীয় অবস্থানে আছে এ দিক দিয়ে। এখন দেখা যাক ফেসবুকের এই নতুন সুবিধা ব্যবহারকারীর সময় ব্যয়ে কী পরিমাণে পরিবর্তন আনতে পারে।
Author subeenPosted on March 18, 2015 Categories নিউজTags অর্থ, ক্রেডিট কার্ড, চ্যাট, ডেবিট কার্ড, ফেসবুকLeave a comment on ফেসবুক দিয়ে অর্থ আদান-প্রদান
দ্বিমিক প্রকাশনী - কম্পিউটার প্রোগ্রামিং ও সংশ্লিষ্ট বিষয়ে বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বই প্রকাশ করছে দ্বিমিক প্রকাশনী।
দ্বিমিক কম্পিউটিং - ওয়েব টেকনোলজি, কম্পিউটার প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলাপমেন্ট, নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ের ওপর ফ্রি অনলাইন কোর্স।
“গুগল” – আজকের এই যুগে সবার কাছে অতি প্রয়োজনীয় এবং পরিচিত একটি নাম। যেটির শুরু হয়েছিল একজনের ব্যক্তিগত গ্যারেজ থেকে। তথ্য খোঁজার ব্যাপারে সে একজন জিনিয়াস। আজকের এই লেখায় আমরা জানবো বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি পেজ সম্পর্কে।
লরেন্স ল্যারি পেজ ১৯৭৩ সালের ২৬ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ইষ্ট ল্যান্সিং এ জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কার্ল ভিনসেন্ট পেজ এবং মা গ্লোরিয়া পেজ দুইজনেই ছিলেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। যদিও ল্যারির মা গ্লোরিয়া একজন ইহুদি ছিলেন, কিন্তু ছোটবেলা থেকে তিনি ল্যারিকে কোন ধর্মীয় মতবাদের গড়ে উঠার ব্যাপারে চাপ প্রয়োগ করেননি।
কম্পিউটার বিজ্ঞানী বাবা-মায়ের সন্তান হিসেবে ল্যারি পেইজ বড় হচ্ছিলেন বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি ঘেরা পরিবেশে । ল্যারি তাঁর ছোটবেলা সম্পর্কে বলেন, “আমাদের বাসায় কম্পিউটার বিজ্ঞান এবং টেকনোলজিক্যাল বইয়ের ছড়াছড়ি ছিলো। ছোটবেলায় আমি সেসব নিয়ে মগ্ন থাকতাম। ১২ বছর বয়সেই আমি বুঝে গিয়েছিলাম যে আমি একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছি।”
কম্পিউটারের উপর ল্যারির প্রথম আগ্রহ জন্মে যখন তাঁর বয়স মাত্র ৬ বছর। প্রাথমিক বিদ্যালয়ের পড়া প্রথম শিশু হিসেবে তিনি ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে একটি এ্যাসাইনমেন্ট জমা দেন। বড় ভাইয়ের উৎসাহে তিনি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে আগ্রহী হয়ে উঠেন। এ ব্যাপারে তিনি বলেনঃ “খুব ছোটবেলায় আমি বুঝতে পারি আমার আবিষ্কারের একটা নেশা রয়েছে। সেই থেকে আমি প্রযুক্তি এবং ব্যবসায় আগ্রহী হয়ে উঠি।”
ল্যারি ওকেমস মন্টেসরী রেডমুর স্কুলে ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত পড়াশোনা করার পর ইষ্ট ল্যান্সিং হাই স্কুলে ভর্তি হন । সেখান থেকে ১৯৯১ সালে পাশ করার পর তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি হন। মিশিগান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি লেগো দিয়ে একটি ইঞ্জেক্ট প্রিন্টার তৈরি করেন। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ল্যারি স্নাতকোত্তর শ্রেণীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। ১৯৯৩ সালে তিনি সৌর গাড়ি নির্মান গবেষণার সদস্য হন।
স্নাতকোত্তর শেষ করার পর তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। বসন্তকালীন পিএইচডি অরিয়েন্টেশনের সময় সার্জে ব্রিনের সাথে ল্যারি পেজের দেখা হয়। তখন থেকেই তাঁরা বন্ধু হয়ে যান। দুই বন্ধু মিলে পেজ র‌্যাংক অ্যালগরিদম উদ্ভাবন করেন। কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি করার সময় তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গানিতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিশাল লিংক ভান্ডার এবং কনটেন্ট নিয়ে তিনি এবং সার্গেই ব্রিন গবেষণা প্রোজেক্ট করেন, যার নাম দেন ব্যাকরাব (BackRub)।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ প্রজেক্ট হিসেবে দুই বন্ধু ল্যারি এবং সার্গেই একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন, যেটির কাজ ছিলো জনপ্রিয় পেজগুলোর তালিকা করে সবচেয়ে জনপ্রিয় পেজের তথ্যকে গুরুত্বপূর্ণ হিসেবে শনাক্ত করা। সার্চ ইঞ্জিনটির কাজ শুরু হয় ল্যারি এবং সার্গেই-এর এক সহপাঠীর গ্যারেজে। এই সার্চ ইঞ্জিনটির নাম তাঁরা দেন “গুগল”। ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর Google.com নামে একটি ডোমেইন তাঁরা নিবন্ধন করেন।
সার্চ ইঞ্জিন তৈরি করলেও নতুন একটি কোম্পানি খোলার মত টাকা দুই বন্ধুর কাছে ছিলো না । এবার দুই বন্ধু নেমে গেলের অর্থ যোগানের কাজে। সেইসময় দুই বন্ধুর পাশে এসে দাঁড়ান সান মাইক্রো সিস্টেমের সহ-প্রতিষ্ঠাতা এন্ডি বেথটোশেইম। কোম্পানি হওয়ার আগেই তিনি পেজ আর ব্রিনকে এক লাখ ডলার দেন। পরিবার, বন্ধুবান্ধব এবং অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে যোগার করলেন ১ মিলিয়ন ডলার। এই অর্থ দিয়েই ল্যারি পেজ সার্জে ব্রিন ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন “গুগল ইনকর্পোরেট”। এই সময় তারা ৬০ মিলিয়ন পেজ ইনডেক্স করে ফেলেন। আর গুগলের সার্চ রেজাল্ট ঐ সময়ের সার্চ ইঞ্জিনগুলোর চেয়ে ভাল অবস্থান করে ফেলে। সেই থেকে গুগল হয়ে উঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। শুরুটা গ্যারেজে হলেও দুই বছরের মাথাতেই ল্যারি পেইজ ‍ও সার্জেই ব্রিন তাদের কোম্পানী স্থানান্তর করে নিয়ে যান ১৬৫ ইউনিভার্সিটি এভিনিউ- পালো আল্টো তে। তিন বছরের মাথায় গুগলের প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ৭০০ ডলারে!
ল্যারি পেইজ ২০০৭ সালের ৮ ডিসেম্বর লুসিন্ডা সাউথওয়ার্থকে বিয়ে করেন। বর্তমানে ল্যারি পেইজ এক সন্তানের জনক।
২০শে জানুয়ারি, ২০১১ সালে পেইজকে গুগলের প্রধান নির্বাহী ঘোষণা দেওয়া হয় এবং তিনি ৪ঠা এপ্রিল, ২০১১ থেকে দায়িত্ব পালন করেন। গুগল এর নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গুগলের ল্যারি পেইজ বার্ষিক ১.২৫ মিলিয়ন ডলার বেতন পান।
বর্তমানে ল্যারি পেইজ ভোকাল-কর্ড প্যারালাইসিস এ আক্রান্ত। এটি তার কণ্ঠ ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, তবে প্রাত্যহিক কাজে কোন সমস্যা হচ্ছে না। ১৪ বছর আগে খুব খারাপভাবে ঠাণ্ডায় আক্রান্ত হওয়ার পর তার একটি ভোকাল কর্ড প্যারালাইজড হয়ে যায় এবং ডাক্তার এর কোন কারণ খুঁজে না পাওয়ায় তার গলার স্বর এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তই থেকে গেছে।
ফরচুন সাময়িকীর চোখে ২০১৪ সালের বর্ষসেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব (বিজনেস পারসন অব দ্য ইয়ার) নির্বাচিত হয়েছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ। এছাড়া ২০১১ সালে পেজ ইউ এস সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের ১১তম সেরা ধনী ব্যক্তি হিসেবে নির্বাচিত হন।
Author Posted on May 18, 2015 June 10, 2015 Categories আর্টিকেলTags গুগল, ল্যারি পেজ, সার্গেই ব্রিন, সার্চ ইঞ্জিন1 Comment on ল্যারি পেজ – গুগলের সহ-প্রতিষ্ঠাতা
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্য জানান, শ্রমিকরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মালবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
তাদের মধ্যে দুজন হলেন - হবিগঞ্জ সদর উপজেলার মহরম আলী (৪৫) ও মানিক মিয়া (৪০)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
প্রকাশক: এস এম জহিরুল ইসলাম সবুজ, লিংকন মিডিয়া, বাড়ী # ১০, সড়ক # ১৪, সেক্টর # ৬, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ ফোন: +৮৮ ০২ ৫৮৯৫৬৩৭৯, হটলাইন : ০১৮৪১৫২১৫২২, ০১৮৪১৫২১৫২৩, ফ্যাক্স: +৮৮ ০২ ৫৮৯৫২৮২০, আইপি ফোন: ০৯৬১২২২৪৪২২. ইমেইল: [email protected]
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিশ্বে তেলের দাম ব্যাপক হারে বেড়ে যেতে পারে এবং এতে ওয়াশিংটন আন্তর্জাতিকভাবে আরো একঘরে হয়ে পড়বে বলে রয়টার্সের এক প্রতিবেদনে সতর্ক করে দেয়া হয়েছে।
বিভিন্ন কর্মকর্তা এবং বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কায় আগামী বছর ইরানে হয়ত কিছু মন্দাভাব দেখা দিতে পারে তবে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। একজন ইউরোপীয়ান কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন আরো বলা হয়েছে, তেলের মূল্য বেড়ে যাওয়ায় ২০১৬ সালের আগের সময়ের তুলনায় বর্তমানে ইরানের পরিস্থিতি ভালো অবস্থায় আছে এবং বাস্তবতা হচ্ছে ওয়াশিংটন এখন একঘরে হয়ে পড়ছে।
মোদীকে রামকৃষ্ণ বলে বিপ্লব দেবেকে মনে করালেন বাংলার জয়, আবার একটি দ্বায়িত্ব জ্ঞানহীন মন্তব্য - Dainik24x7
ইরানের কর্মকর্তারাও ওই কূটনীতিকের অনুরূপ মন্তব্য করে বলেছেন, সম্প্রতি তেলের দাম বেড়ে যাওয়ার ফলে ইরানের তেল রপ্তানীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব বিস্তার করতে পারে নি। ইরানের পরিকল্পনা এবং বাজেট বিষয়ক সংস্থার প্রধান মোহাম্মদ বাকের নোবাখত গত মাসে বলেছেন, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে তার রপ্তানীর পরিমাণ কমিয়ে দেয়ার মাধ্যম ট্রাম্প প্রশাসন তেহরানের তেলের আয় শূণ্যে নামিয়ে আনতে চেয়েছিল। তবে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে সে ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নি।
দিন ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগষ্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছর ২০১৮ ২০১৭ ২০১৬ ২০১৫ ২০১৪ ২০১৩ ২০১২ ২০১১ ২০১০
বাংলাদেশ পাবলিকেশন লিঃ- এর পক্ষে সম্পাদক কর্তৃক আল ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে মুদ্রিত ও প্রকাশিত। পিএবিএক্সঃ +৮৮০২৯৩৪৬৪৪৮, +৮৮০২৯৩৫৮৮৬২, +৮৮০২৯৩৪৬৩৬২, +৮৮০২৮৩৫০০১৩, +৮৮০২৮৩১৮১২৮, +৮৮০২৮৩২১০৭৩
নিজেকে হাসির খোরাক তৈরী করে বিজেপির জয় বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন মোদীও নাকি রামকৃষ্ণের মতো যুগাবতার! ,আবার এও বলতে ভোলেননি বিজেপি-তে পরিশ্রম করলে দ্রুত ফল পাওয়া যায়৷সদ্য দলের ন্যাশনাল একজিকিউটিভ কাউন্সিলের সদস্য হয়েছেন জয়। ২০০৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে দলের একজিকিউটিভ কাউন্সিলের মিটিং যোগ দিতে শুক্রবার দমদম এয়ারপোর্ট থেকে দিল্লি উড়ে যান জয়। অভিনয় থেকে বাংলার রাজনীতিতে পা রেখেছেন জয়। রাজ্যে বিজেপির হয়ে নির্বাচনও লড়েছেন। প্রথমবার একজিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে যাচ্ছেন, কী বলবেন এটা নিয়ে? জয় বলেন, “দেখুন আমি নরেন্দ্র মোদীকে শ্রীরামকৃষ্ণ ভেবে দেশ সেবা করতে এসেছি। যতদিন বাঁচবো, ওর আদর্শ নিয়ে দেশের মানুষের পাশে থাকব। আমি এসি ঘরে বসতে আসিনি। তাই প্রথম দিন থেকেই বিজেপির হয়ে মানুষের পাশে রয়েছি।” তবে মেকি কথাগুলো বলতে বলতে বিজেপি অন্দরের স্বজন পোষণের ইঙ্গিত তার অন্তর থেকে বেরিয়ে আসে ,জয়ের কথায়, “দেখুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হওয়ার আগে থেকেই আমি বিজেপিতে রয়েছি। সেক্ষেত্রে মাঝে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল যখন দেখেছিলাম আমার অনেকে সহকর্মী এগিয়েছে কিন্তু আমি এগোতে পারিনি। কিন্তু আজ প্রমাণিত বিজেপিতে থেকে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়।” বিদ্যজনেদের একাংশের অভিমত , অনেকদিন ধরে কেন্দ্র থেকে কিছু পায়নি বলেই নরেন্দ্র মোদীর সম্বন্ধ্যে গুণগান করবেন বলে আগে থেকেই ঠিক করেছিলেন জয় , শুধু বলতে গিয়ে হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছেন এই যা ।তবে তার কথাতেই পরিষ্কার বিজেপিতে ভয়ানক ভাবে স্বজন পোষণের ব্যাপারটা আছে ।
ওয়েব ডেস্ক ৮ই সেপ্টেম্বর ২০১৮: বাংলার জয় বন্দ্যোপাধ্যায় কি বিপ্লব দেবে পরিণত হওয়ার চেষ্টাই আছেন ? এখন এই প্রশ্নটাই মানুষের মুখে মুখে । নেটিজেনদের অভিমত, মনের অলখ্যে সেই বাসনাই যদি জেগে থাকে তাহলে বিপ্লব বাবুর মতন হাসির খোরাক হতে আর বেশিদিন বাকি নেই ।
ওয়েব ডেস্ক ১৬ই ২০১৮ : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো একাউন্ট নতুন কিছু নয় ,কিন্তু সেই ভুয়ো একাউন্ট সাফাই করতে গিয়ে টুইটার আবিষ্কার করল ,নরেন্দ্র মোদি...
ওয়েব ডেস্ক ১৭ই সেপ্টেম্বর ২০১৮:একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে।এই দিলীপ ঘোষ কত কুরুচিকর কথাই না বলে ছিলেন বাংলার সমন্ধে , মমতা বন্দ্যোপাধ্যায়...
ওয়েব ডেস্ক ২রা সেপ্টেম্বর ,২০১৮ : সত্যি নরেন্দ্র মোদী " আচ্ছে দিন" নিয়েই আসলেন ।তিনি তার কথা রেখেছেন , যেমন বলেছিলেন তেমনি রেখেছ...
ওয়েব ডেস্ক ৫ই অক্টোবর ২০১৮ :- গত ৪ই অক্টোবর বিজেপি নেতা ধনঞ্জয় সিং লিফ্ট দেবার নাম করে এক স্বামীহারা মহিলাকে নিজের গাড়িতে তোলেন। গাড়িতে ...
ওয়েব ডেস্ক, ৬ই ফেব্রুয়ারী :- একটি সর্বভারতীয় পোর্টাল ফের শিরোনামে নিয়ে এলো প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় লেখা আত্মজীবনীমূলক “দ্য ক...
ওয়েব ডেস্ক ২৫শে ২০১৮ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ দেখে এখন ওরাই আফসোস করছেন , কেন ভুল পথে পা বাড়ালাম । সেই সময় নিজেদের ব...
ওয়েব ডেস্ক ২৭শে সেপ্টেম্বর ২০১৮ :১৯ বছরের পুরোনো একটি খুনের মামলায় মাহারাজগঞ্জের একটি কোর্ট উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ন...
১০ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সম্পর্কিত, বান্দরবান জেলা রুমা উপজেলা (১২৩৭(১০)) - তারিখঃ ২৯/১০/২০১৭খ্রিঃ। ৩১-১০-২০১৭
১২ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সম্পর্কিত, চাদঁপুর জেলা মতলব দক্ষিন উপজেলা (১২৩৬(১০)) - তারিখঃ ২৯/১০/২০১৭খ্রিঃ। ৩১-১০-২০১৭
১৬ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সম্পর্কিত, শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা (১২৩৫(১০)) - তারিখঃ ২৬/১০/২০১৭খ্রিঃ। ৩১-১০-২০১৭
১৭ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সম্পর্কিত, কুমিল্লা জেলা মেঘনা উপজেলা (৬৮/১(৯)) - তারিখঃ ৩০/১০/২০১৭খ্রিঃ। ৩১-১০-২০১৭
১৮ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সম্পর্কিত, বরগুনা জেলা সদর উপজেলা (৬৬/১(৯)) - তারিখঃ ২৬/১০/২০১৭খ্রিঃ। ৩১-১০-২০১৭
Tagged with ডায়োজিনিস, নিটশে, ফরহাদ মজহার, বুদ্ধিজীবী, ব্রাত্য রাইসু, শেখ সাদ্দাম হোসাইন, সলিমুল্লাহ খান, হুমায়ুন আজাদ
খাজা আনোয়ারুল হক : অতি সম্প্রতি ফেসবুকে Scientific Bangladesh কর্তৃক Scientific publications with Bangladeshi affiliations in 2016 in Scopus indexed journals শীর্ষক একটি লেখা প্রকাশিত হয়েছে।
Scopus ডাটাবেইজ থেকে ডাটা নিয়ে তৈরি করা এই রিপোর্ট অবশ্যই একটি চমৎকার উদ্যোগ। ওই লেখাটিতে কিছু ব্যাখ্যা আর কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য মিসিং ছিল যেটি এই লেখাতে দেখানোর চেষ্টা করেছি মাত্র। যেহেতু ইতিমধ্যে এই বিষয়ে ফেইসবুকে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেহেতু আমি কোনোই তর্কে যাবো না। বরং আমি যেহেতু একজন প্রাইভেট ইউনিভার্সিটির পাপী, তাই আমার এই লেখা আমি প্রাইভেট ইউনিভার্সিটিতেই সীমাবদ্ধ রাখবো।
বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা অনেক, সবার নাম উল্লেখ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তবে ডাটাবেইজ থেকে নেয়া শীর্ষ ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাত্ত দেখানোর চেষ্টা করবো।
- চার্টগুলি সম্পূর্ণ কোয়ানটিটি বেইজড, কোয়ালিটি বেইজড না। স্কুপাস ডেটাবেইজ মানেই যে শুধু অত্যন্ত ভালো মানের কনফারেন্স/জার্নাল এমন মনে করার কারণ নেই। রিসার্চ কোয়ালিটি সবসময়ই কোয়ানটিটির উপরে, কিন্তু শুধু কোয়ালিটি বেইজড কোনো ডাটাবেইজ করা সম্ভব না (যেহেতু কোয়ালিটি একটি আপেক্ষিক বিষয়)। তবে জার্নালের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর কনফারেন্সের ক্ষেত্রে তার রেপুটেশন এবং একসেপ্টেন্স রেইট তার কোয়ালিটি ইন্ডিকেট করতে সহায়তা করে।
Scopus ঘেটে জানা গেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২০১৬ সালে সর্বোচ্চ পাবলিকেশন সংখ্যা যাদের :
- চার্টগুলোতে পাবলিকেশনের সংখ্যা দেখার ক্ষেত্রে একটি কথা মাথায় রাখা দরকার। 'ক' বিশ্ববিদ্যালয়ের "গ" সংখ্যক পাবলিকেশন- এই তথ্যের অর্থ "শুধুই" এই না যে এই পেপারগুলো সেখান থেকেই পাবলিশ হয়েছে। বরং এটির অর্থ, "গ" সংখক পাব্লিকেশনে অন্তত একজন (অথবা একধিক) ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট। পেপারগুলো হতে পারে শুধুই ওই বিশ্ববিদ্যালয় থেকে লেখা, পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কোলাবোরেসনে লেখা, অথবা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেসনে লেখা।
এইবার আসা যাক আসল বিষয়ে। নিচের চার্টটি ২০১৬ সালে বাংলাদেশের কিছু শীর্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর রিসার্চ আউটকামেরে সংখ্যা (কনফারেন্স/জার্নাল)।
বলে রাখা দরকার, একই সংখ্যক পাবলিকেশন অন্যদেরও থাকতে পারে (যেমনটি ১৪টি পাবলিকেশন উপরের লিস্টে দুইজনেরই আছে), যেটি ম্যানুয়ালি খুঁজে বের করা কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ কাজ। আপনাদের জানা থাকলে বলতে পারেন, লিস্ট আপডেট করে দেব।
উপরের চার্টটিতে দেখা যাচ্ছে নর্থ সাউথের রিসার্চ এরিয়া বেইজড পাবলিকেশনের উপাত্ত। ডেটা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির প্রায় ৭০.৪% রিসার্চ আউটকাম কম্পিউটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং থেকে। কিন্তু তার চাইতেও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রিসার্চ ডাইভার্সিটি - বায়োকেমিস্ট্রি থেকে শুরু করে সোশ্যাল সাইন্স পর্যন্ত ডাইভার্স রিসার্চ এরিয়া নর্থ সাউথের শীর্ষস্থান লাভের অন্যতম কারণ।
যাই হউক, ডেটা নিয়ে আরো অনেক মজার তথ্য হাজির করা যেতো। আপাতত সময়ের অভাবে পারছি না, ভবিষ্যতে কোনো একদিন লিখবো ইনশাআল্লাহ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের রিসার্চ নিয়ে এগিয়ে যাক, শুভকামনা...
ক্যাম্পাসলাইভ২৪ডটকম-এ (campuslive24.com) প্রচারিত/প্রকাশিত যে কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত অপরাধ।
মন্ত্রী বলেন, ‘আমি যদি প্রাথমিকের মন্ত্রী না হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতাম, তবে এ উদ্যোগটি অবশ্যই-অবশ্যই নিতাম। তবে তার আগে জাতীয় সংসদে ও বিভিন্ন ফোরামে আলোচনার আয়োজন করা খুব দরকার। এ আলোচনা তিন মাস ধরে চলতে পারে। এর পরেই অ্যাকশন শুরু। এ ছাড়া মাদকের সর্বগ্রাসী ভয়াবহতা থেকে আমাদের মুক্তির উপায় নেই।’
গডফাদার, ব্যবসায়ীসহ মাদকসংশ্লিষ্টদের প্রকাশ্যে গুলি করে হত্যার মতো কঠোর শাস্তির উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ মন্তব্য করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই শাস্তির উদ্যোগটিকে অনেকে হয়তো সমালোচনা করতে পারেন। কিন্তু দলমত নির্বিশেষে মাদক সমস্যাকে যদি এক নম্বর সমস্যা বলে মনে করি, তা হলে এ উদ্যোগটি অবশ্যই নিতে হবে।’
তিনি বলেন, ‘রাজনীতিবিদ, তার ছেলে, জজসাহেব, উকিল বা সমাজের যে কেউ যত প্রভাবশালী হোক না কেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তার শাস্তিটা হতে হবে শুটআউটের মতো কঠিন।’ তিনি মাদক নির্মূলে একটি রূপরেখাও দেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ অধিদফতরের নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এখন নিয়ন্ত্রণ যারা করবে, সেখানেই যদি ভূত থাকে, তবে ‍নিয়ন্ত্রণটা করবে কে? এ কারণে এখানকার ভূতও তাড়াতে হবে। তিনি আরও বলেন, ‘যারা মাদক ব্যবসা করেন তাদের মানসিকতা সুদখোরের মতো। এদের সামনে ইমানি গল্প করে লাভ নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘মাদক গডফাদারদের শক্তির কাছে এই অধিদফতর একেবারে নস্যি। এরা তাদের কাছেও যেতে পারছে না। সারা দেশে মাত্র ১৭০০ জনবল দিয়ে অধিদফতর চলছে। এটি দিয়ে সর্বগ্রাসী মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ কীভাবে সম্ভব?’
সচিব বলেন, ‘বর্তমান সরকার দেশের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্মূলে আন্তরিকভাবে এগিয়ে এসেছে। অধিদফতর জনবল কাঠামো আরও আট হাজারে উন্নীত করা হচ্ছে। একই সঙ্গে চিকিৎসা, যানবাহন ও ক্ষুদ্রাস্ত্রের সরবরাহ নিয়েও আলোচনা চলছে।’
বিশেষ অতিথি কারা অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার ইফতেখার উদ্দিন বলেন, ‘কারাগারে আটক ৭০ হাজার বন্দির মধ্যে ২৩ হাজার বন্দি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। শতাংশের হিসাবে প্রায় ৩০ শতাংশ। বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য ডা. অরুপ রতন চৌধুরী বলেন, ‘দেশে এখন প্রায় ৭০ লাখ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ।
৯৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন মারভেল কমিকসের প্রতিষ্ঠাতা স্ট্যান লি। স্ট্যান লি'র মেয়ে জেসি তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত...
শেখ হাসিনা, খালেদা জিয়ার পরে আরও এক মহিলা রাজনীতিকের কি উত্থান হতে চলেছে বাংলাদেশে? কর্মীদের চাঙ্গা করে নতুন উদ্যমে ভোটের...
ফাল্গুনী ঘোষ: আজ কতকিছুই তো ইতিহাস! এই বাগের সবুজ ঘাস, এত মানুষের পদধূলি, কলরোল, দেওয়ালে গুলির দাগ। নীচে খোদাই করা বুলেটের নাম্বার… সব দর্শনীয়। কোথায় বাচ্চার ভ্যাঁ চ্যাঁ, কেউ জল চাইছে, কেউ বা টুপি, ছাতায় মাথা ঢাকছে, কি চড়া রোদ্দুর। কারো বা আবদার আইসক্রিম। এখানকার কিছু নিশান নিয়ে যেতে হবে তো!!! চল তাড়তাড়ি বেরিয়ে বাজার যাই। কত আনন্দ!
এই সবের মধ্যেও বাতাস মিঠে বয় না, বাতাসের মন ভারী। সবুজ ঘাসের উপর চাপ চাপ রক্ত। কাতারে কাতারে অগুনতি মৃত মানুষের ভিড় ঠেলে এক রমণী এগিয়ে এসে সামনে দাঁড়ালো। উদ্‌ভ্রান্তের মতো সে খুঁজে চলেছে তার প্রিয়তমের মুখ। শিউরে চোখ বন্ধ করে নিই। কিন্তু অস্ফুট আর্তনাদ কিসের! ওই তো সেই রমণীর বোবা কান্না! কুকুরে যাতে টেনে না নিয়ে যায়, তাই সে আগলে রেখেছে প্রিয়তমের নিথর দেহ! কিই বা আবেদন ছিল তাদের।
তাই এত সমাবেশ, মিটিং, মিছিল। হয়তবা এই জমায়েতও। কিন্তু দুঃশাসনীয় শাসন সেসব মানবে না। সে চায় ক্ষমতার প্রদর্শন। দমিয়ে রাখতে চায় মানুষের সহজ প্রবৃত্তিকে। তবেই না রাজার রাজা। সাধারণ মানুষকে শান্তভাবে কথা বলেও ফেরানো যায়, চাইলে ছত্রভঙ্গ করে দেওয়া যায় কোনো কৌশলে। তাহলে কেন এত রক্ত! গুলির ছররা! এত নৃশংসতা! আজ কোথায় এর উত্তর? চূড়ান্ত সফল শাসক হিসেবে হয়ত সেই শাসনকর্তা নিজে দেশে ফিরে সবোর্চ্চ সম্মান লাভ করেছেন। ছাতি ফুলে উঠেছে মাইকেল ও ডায়ারের! হ্যাঁ এই সেই নাম!
ঠিক ধরেছেন, গুলিবিদ্ধ জালিওয়ানওয়ালাবাগের দেওয়াল গুলোতে আজও কারো কারো হৃদয়ভেদী রুদ্ধশ্বাস শোনা যায়! সেই যন্ত্রণায় প্রতিধ্বনিত আমাদের আজকের আশা, ভালোবাসা, অধিকারবোধের তীব্রতা। আমাদের স্বপ্নের স্বাধীনতা। হে স্বাধীনতা তুমি কি আজ মুচকি হাসছ, এই বিস্মৃতিপ্রবণতায়? হয়ত বলতে চাইছ গুলির দাগগুলো আজও টাটকা। সেই মানুষগুলোর নিঃশ্বাস আজও ঘুরেফিরে দেশের মাটিতে। শুধু উপলব্ধি করার মন চাই। চাই আরো সুস্থ, সুন্দর ভবিষ্যতের আশ্বাস। চাই মানুষ। নাহলে সেই ক্রুর, নিষ্ঠুর মাইকেল ও ডায়ারের সাথে আজ কোথায় আমাদের তফাৎ, যদি নিজের ভাইয়ের পিঠে ছুরি মারি!
নিজের ঘর, নিজের বাংলা ছেড়ে বহুদূর অমৃতসরের ওই বিশেষ বাগে বসে বুঝেছিলাম দেশ কি! মনে পড়েছিল মায়ের কোনো জাত নেই। ভাইয়ের জায়গা বুকেই থাকে।
আমরা সবাই জানি যে, তেলের মূল্য বর্তমানে ব্যারেলপ্রতি ৩০ ডলারেরও নীচে নেমে এসেছে। তেলের মূল্য গত এক বছরে ৭০ শতাংশেরও বেশি কমে যাওয়ায় প্রশ্ন উঠেছে, এই পতনের শেষ কোথায়? ১ ব্যারেল তেল বলতে প্রায় ১৫৯ লিটার তেলকে বুঝায়। সে হিসেবে ব্যারেলপ্রতি মূল্য ৩০ ডলার ধরলেও, প্রতি লিটার তেলের মূল্য দাড়ায় বর্তমানে মাত্র ১৯ মার্কিন সেন্ট বা বাংলাদেশী টাকায় প্রায় ১৬ টাকা। অর্থাৎ, ১ লিটার বোতলজাত পানি থেকে বর্তমানে ১ লিটার তেলের মূল্য কম। আর এটাই ভুরু কুচকে দিচ্ছে অনেকের। এত সস্তায় তেল বিক্রি হলে উত্পাদনকারী দেশগুলো লাভ করছে কিভাবে? আর তেল উত্পাদনেরও তো খরচ আছে। তেলের বর্তমান মূল্যে উত্পাদন খরচ মেটানো আদৌ কি সম্ভব? অয়েল ট্রেডারদের এমনটা জানার আগ্রহের পেছনে মূল কারনটি হচ্ছে, তেলের মূল্য কোথায় গিয়ে ঠেকতে পারে, তা অনুমান করা। তবে, বিশ্বের সবদেশের তেল উত্পাদন খরচ কিন্তু সমান নয়। সবচেয়ে সস্তায় তেল উত্পাদন করে কুয়েত, ব্যারেলপ্রতি মাত্র ৮.৫০ ডলারে। অপরদিকে, যুক্তরাজ্যের ক্ষেত্রে এই খরচটা প্রায় ৬ গুন বেশি। প্রতি ব্যারেল তেল উত্পাদন করতে যুক্তরাজ্যের খরচ হয় গড়ে ৫২.৫০ ডলার। তার মানে, তেলের মূল্য ব্যারেলপ্রতি ৩০ ডলার থাকলেও তা রপ্তানি করে কুয়েত প্রতি ব্যারেল থেকে প্রায় ২১.৫ ডলার লাভ করতে পারবে, অপরদিকে যুক্তরাজ্য লাভের বদলে উল্টো লোকসান দিবে প্রতি ব্যারেলে ২২.৫০ ডলার। তেলের মূল্য দীর্ঘদিন ব্যারেলপ্রতি ৩০ ডলারে আটকে থাকলে যে একসময় যুক্তরাজ্যকে তেল উত্পাদন বন্ধ করে দিতে হবে, তা বলাই বাহুল্য (কোন ধরনের সরকারী সহযোগিতা না পেলে)। তো চলুন, সিএনএন এর সৌজন্যে এক নজরে দেখে নেই, দেশভেদে প্রতি ব্যারেল তেল উত্পাদনের খরচঃ উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে যে, ওপেকভুক্ত বা মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেরই উত্পাদন খরচ উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় অনেক কম। এর একটি প্রধান কারণ হচ্ছে উন্নত দেশগুলোতে কর্মচারীদের বেতনসহ উত্পাদন সংশ্লিস্ট অন্যান্য খরচ অনেক বেশি। তাছাড়া ওপেকভুক্ত দেশগুলোর অধিকাংশেরই তেলের মজুদ ভূপৃষ্ঠের একেবারে কাছাকাছি। তাই, সহজেই এই তেল উত্তোলন করা যায় এবং এই তেলের গুণগতমানও অনেক ভালো। পরবর্তী লেখায় আলোচনা করা হবে - ওপেক কি? ওপেকের কাজ কি? এবং ওপেকভুক্ত দেশ কোনগুলো?
Crude Oil বা ক্রুড তেল বলতে যে অপরিশোধিত তেলকে বোঝায়, তা আমরা জানি। “তেল নিয়ে তেলসামাতি” পড়ে থাকলে আপনি এটাও জানেন যে বিশ্বে বিভিন্ন ধরনের অপরিশোধিত তেল রয়েছে এবং এগুলোর মধ্যে Brent Crude, WTI Crude এবং Opec Basket Crude সবচেয়ে বেশী জনপ্রিয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে, এই তেলগুলো কি জিনিস সেটা জেনে আমার কি লাভ? সত্যি বলতে তেমন কোন লাভ নেই, তাই এ নিয়ে বিস্তারিত কোন আলোচনায় যাবো না। কিন্তু, তেলের যে বিভিন্ন ধরন আছে, আর কোনটা কি, তা জানার দরকার আছে। না জানলে কি ঝামেলায় পড়বেন, তা নিচের উদাহরন দেখলেই বুঝতে পারবেনঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপরিশোধিত তেল হচ্ছে Brent Crude (মোট ব্যবহৃত অপরিশোধিত তেলের দুই তৃতীয়াংশই হচ্ছে Brent Crude বা ব্রেন্ট ক্রূড)। আর XM এ Brent Crude Oil এর নাম হচ্ছে Brent, মানে mt4/mt5 এ Brent খুজে বের করলেই হবে। কিন্তু, আপনি যদি না জানেন যে Brent বলতে আসলে এক ধরনের অপরিশোধিত জ্বালানি তেলকে বোঝায়, তাহলে আপনি যেটা খুজে পাবেন, সেটা হচ্ছে Oil. XM এ শুধু OIL ট্রেডিং কোডটি দিয়ে West Texas Intermediate বা WTI ক্রুড তেলকে বোঝায়। OILMn নামে আরেকটি ট্রেডিং কোড আছে যেটি WTI ক্রুড এরই মিনি লটকে নির্দেশ করে, যেটিতে প্রতি পিপসের ভ্যালু মাত্র ১০ সেন্ট। তারমানে, Brent কি তা না জানলে আপনি সবচেয়ে জনপ্রিয় তেলটি ট্রেডের সুযোগ থেকেই বঞ্চিত হবেন। মোটামুটি সব ব্রোকারেই Brent Crude তেল শুধু Brent নামেই পরিচিত। তাই, নাম না জানলে বিপদ। আবার, Brent, OIL এবং OILMn, এই তিনটি দিয়ে যে যথাক্রমে Brent Crude, WTI Crude এবং WTI Crude এর মিনি লটকে বোঝাচ্ছে, সেটাও বুঝতে পারবেন না। আমি নতুনদের সবসময় পরামর্শ দিব OILMn ট্রেড করতে, কেননা এটাতে প্রতি পিপসের ভ্যালু সর্বনিম্ন ১০ সেন্ট, অন্যগুলোতে ১ ডলার করে। তেলের ক্ষেত্রে XM এ ১ লট বলতে ১০০ ব্যারেল তেল বোঝায় (১ ব্যারেল মানে ১৫০ লিটার)। আগেই বলেছি যে কোন তেল কি, সেটা জেনে আপনার তেমন কোন লাভ নেই, আপনার শুধু জানা দরকার কোন তেলগুলো বিশ্ববাজারে সবচেয়ে বেশী ট্রেড করা হয় এবং ব্রোকারগুলোতে সেগুলোর নাম কি। সেটা আপনি ইতিমধ্যেই জেনে আছেন। তারপরেও প্রধান তেলগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছিঃ প্রধান অপরিশোধিত তেলগুলো আমার সবার প্রথমে মাথায় এটা প্রশ্ন জেগেছিল যে, অপরিশোধিত তেলের আবার আলাদা আলাদা ধরন কেন? নারিকেল তেল, সয়াবিন তেলের মতই কি এগুলো আলাদা আলাদা ধরনের জ্বালানী তেল নির্দেশ করে? এগুলো সবগুলোই কি একই কাজে ব্যবহৃত হয়, নাকি নারিকেল তেল, সয়াবিন তেলের মত আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়? বিশ্বে ১৬০ ধরনের তেল ট্রেড করা হয়, আমরা এগুলোর মধ্যে সবচেয়ে বেশী যে তেলগুলো ট্রেড করা হয়, মানে Brent, WTI এবং Opec Basket, সেগুলোর মধ্যে তুলনা করব। জ্বালানী তেলের গুনগতমান কিভাবে নির্ধারন করা হয়? জালানী তেলের ক্ষেত্রে গুনগতমান নির্ধারন করা হয়, এতে কতটুকু সালফার আছে এবং এটি কতটুকু ভারি তা দিয়ে। কোন তেলে সালফারের পরিমান শতকরা যত কম থাকবে, সেটিকে তত বেশী sweet বলা হবে। এখানে, sweet দিয়ে শুধুমাত্র সালফারের পরিমান কত কম, সেটাই নির্দেশ করছে, মিষ্টিজাতীয় কিছু না। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে API Gravity, যেটা ওজন নির্দেশ করে। কোন তেলের API Gravity যত বেশী, সেটা ওজনে তত হালকা, একইভাবে API Gravity যত কম, ওজনে তত ভারী। যদি কোন তেলের API Gravity ১০ এর বেশী হয়, তাহলে সেটা পানিতে ডুবে যাবে, নাহলে পানির উপর ভেসে থাকবে। যেই তেলের API Gravity যত বেশী হবে, মানে যত হালকা হবে আর সালফারের শতকরা পরিমান যত কম হবে, মানে তেলটি যত sweet হবে, তার গুনগতমান তত বেশী হবে, বেশী পরিমানে উন্নতমানের গ্যাসোলিন উৎপন্ন করা যাবে। তাহলে, এবার দেখা যাক, ব্রেন্ট, WTI আর ওপেক বাস্কেট, কোনটার গুনগত মান সবচেয়ে ভালো। WTI বা West Texas Intermediate তিন ধরনের তেলের মধ্যে সবচেয়ে ভালো তেল হচ্ছে এবং খুবই উন্নতমানের তেল হচ্ছে WTI বা West Texas Intermediate. এতে সালফার আছে শতকরা মাত্র ০.২৪ ভাগ আর API Gravity হচ্ছে ৩৯.৬ ডিগ্রি। নাম শুনেই বোঝা যাচ্ছে যে, এটি যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয়। খুবই হালকা এবং সালফারের পরিমান খুব কম বলে, এটি গ্যাসোলিন উৎপাদনের জন্য সর্বোত্তম। WTI তেলের ব্যবহার সবচেয়ে বেশী হয় আমেরিকা বা যুক্তরাষ্ট্রে। Brent Crude Oil এর পরেই আসবে Brent Crude Oil. এতে সালফারের পরিমান শতকরা ০.৩৭ ভাগ আর API Gravity হচ্ছে ৩৮.৩ ডিগ্রি। WTI এর মত এত ভালো না হলেও, এই তেলও হালকা এবং এতে সালফারের পরিমান খুব বেশী না। মূলত ডিজেল, গ্যাসোলিন পরিশোধনের জন্যেই Brent Crude Oil বেশী ব্যবহৃত হয়। মূলত উত্তর সাগরের চারটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে এই তেল আহরন করা হয়। Brent তেলের ব্যবহার সবচেয়ে বেশী হয় ইউরোপে এবং আফ্রিকাতে। Opec Basket সবশেষে আসবে ওপেক বাস্কেট। ওপেক নাম শুনেই বুঝতে পারছেন যে এই তেল কোথা থেকে আহরন করা হয়। ঠিক, মূলত ওপেকভুক্ত দেশগুলো থেকে, যেমনঃ সৌদি আরব, আলজেরিয়া, ভেনিজুয়েলা ইত্যাদি। এগুলোতে সালফারের পরিমান খুবই বেশী, আবার তুলনামুলকভাবে ভারী। তাই, WTI বা ব্রেন্টের সাথে তুলনা করলে ওপেক বাস্কেট তেল বেশ নিম্নমানের। কিন্তু, সুবিধা হল ওপেক দেশগুলোতে প্রচুর তেল মজুদ আছে এবং তারা চাইলেই যেভাবে উৎপাদন বাড়াতে পারে, সেইভাবে অন্য তেলগুলোর উৎপাদন বাড়ানো সম্ভব না। তাই, বিশ্ববাজারে ওপেক বাস্কেট এর গুরুতবপূর্ন ভুমিকা আছে। কোন তেলের দাম সবচেয়ে বেশী? আরেকটা ব্যাপার হচ্ছে দাম। ওপেক বাস্কেট তেলের দাম প্রধান তেলগুলোর মধ্যে সবচেয়ে সস্তা। Brent তেলের দাম সাধারনত ওপেক বাস্কেট থেকে ব্যারেলপ্রতি ৪ ডলার বেশী হয়। WTI এর দাম তো আরও বেশী। ওপেক বাস্কেট থেকে WTI ব্যারেলপ্রতি ৫-৭ ডলার বেশী দামে বিক্রি হয়, মানে Brent তেল থেকে WTI তেলের দাম ব্যারেলপ্রতি ১-৩ ডলার বেশী।
বিডিপিপস বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ফরেক্স কমিউনিটি এবং বাংলা ফরেক্স স্কুল। প্রথমেই বলে রাখা জরুরি, বিডিপিপস কাউকে ফরেক্স ট্রেডিংয়ে অনুপ্রাণিত করে না। যারা বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, শুধুমাত্র তাদের জন্যই বিডিপিপস একটি আলোচনা এবং অ্যানালাইসিস পোর্টাল। ফরেক্স ট্রেডিং একটি ব্যবসা এবং উচ্চ লিভারেজ নিয়ে ট্রেড করলে তাতে যথেষ্ট ঝুকি রয়েছে। যারা ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় ঝুকি সম্পর্কে সচেতন এবং বর্তমানে ফরেক্স ট্রেডিং করছেন, বিডিপিপস শুধুমাত্র তাদের ফরেক্স শেখা এবং উন্নত ট্রেডিংয়ের জন্য সহযোগিতা প্রদান করার চেষ্টা করে।
কক্সবাজার প্রতিনিধি: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দেশকে ইসলামশূন্য করা এবং দেশের মানুষের ঈমান-আকিদা ধ্বংস করতে দেশী-বিদেশী অপতৎরতা চলছে।
আহমদ শফী বলেন, আওয়ামী লীগ সরকারই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের পাশাপাশি দেশের সংবিধান থেকে আল্লাহর ওপর বিশ্বাস বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার পথ তৈরি করেছে।
README.md exists but content is empty. Use the Edit dataset card button to edit it.
Downloads last month
0
Edit dataset card