text
stringlengths 10
210k
|
---|
যা ধীরে ধীরে ক্রমশ বড় হয়ে ওঠে। |
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ধরা দুই শিক্ষকই সাক্ষাৎকার বোর্ড থেকে বাদ |
এমন ক্ষণ হাজার হাজার বছরে এক আধবার আসে। |
আপডেট : ৪ জুলাই, ২০১৯ ১০:৪০ |
রবিবার দিবাগত রাতে কলারোয়া উপজেলার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করেন। |
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলেছে জিজ্ঞাসাবাদ। |
লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। |
প্রথম স্বাগত জানালেও পরে ষড়যন্ত্র বলছে। |
তার ওপর নিজেদের পরিশ্রম তো আছেই। |
দুদক মনে করে, সব বন্দরে স্ক্যানার বসানো হলে রাজস্ব ফাঁকি প্রতিরোধের পাশাপাশি কনটেইনারে কোনো বিস্ফোরক, অস্ত্র বা নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী কোনো পণ্য আছে কি না, তা যাচাই করা সম্ভব হবে। |
পুলিস যে যে জায়গায় আত্রেয়ীর খোঁজ পেয়েছে তার বিস্তারিত তথ্য পরিবার–বন্ধুদের জানিয়ে দেয়। |
আত্মসম্মান বোধ বাড়ে। |
তবে মুরলীধর সেন লেনে ঢোকার আগেই সে মিছিলকে আটকে দেয় পুলিশ। |
বিরতির খানিক আগে পেনাল্টি থেকে মৌসুমে নিজের ষষ্ঠ গোল করে ব্যবধান বাড়ান রামোস। |
রাজনৈতিক উদ্দেশ্যেই রাজ্যে এই চক্রান্ত চালানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। |
জানা গেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেতগারা গ্রামের বাবু পাড়ায় গতকাল শুক্রবার রাতে নিজ ঘরের সরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে হলহলিয়া আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শাহেনা বেগম। পরিবার ও স্থানীয়দের কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের প্রক্রিয়া চলছে বলে জানায় ডোমার থানা পুলিশ। |
এদিকে চীন ও আরো কিছু দেম মুসলমানদের রোজা রাখতে দিচ্ছে না। অজানা ধর্মকর্মেও বাধা দিচ্ছে। চীনের সঙ্গে বিশ্বের মুসলমানরা সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। তবে এই আধা-কমিউনিস্ট রাষ্ট্রের সাম্প্রতিক ইসলামবিরোধী অবস্থান মুসলমানদের হতাশ করেছে। চীনের দেখাদেখি মিয়ানমারও মুসলিম নির্যাতন শুরু করেছে। |
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউ টিন, নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন। |
অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। |
একবার আমালেক্বাদের সাথে যুদ্ধের সময় বনু ইস্রাঈলগণ পরাজিত হ’লে আমালেক্বাদের বাদশাহ জালূত উক্ত সিন্দুকটি নিয়ে যায়। |
বলা ভাল, তাঁর ক্ষোভ ডাকওয়ার্থ-লুইস নিয়মকে নিয়ে। |
সেই খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। |
ইলেকশন লড়ছি আপনাদের কিছু হেল্প নেই, কিছু নেই বলুন। |
’’ আয়কর দফতরের হেনস্থার অভিযোগ নিয়ে জাভড়েকরের যুক্তি, ‘‘আয়কর দফতর নিজেই বিবৃতি দিয়ে যা বলার বলেছে। |
ছাত্র সমাজের উপরে হামলাই প্রমাণ করছে দেশ চালানোয় এই সরকার অদক্ষতা। |
যোগীরাজ্যে কোর্টরুমে গুলি করে খুন ২ অভিযুক্তকে |
রজার ফেডেরারের রজার ফেডেরার হয়ে ওঠার পিছনে এঁদের অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ। |
এক অংশে জন্ম লইলেন নারায়ণ। |
কোহালি এখনও পর্যন্ত খেলেছেন ৭৩ টেস্ট ও ২১৬ ওয়ানডে। এই দুই ফরম্যাটে তিনি করেছেন যথাক্রমে ১০২৩২ ও ৬৩৩১... |
এই ছবির পরিচালক শাঁওলী বোস। |
বিনয়ের, বড় শিশ্ন, সৌন্দর্য, কুক্কুট, gagging, যৌনসঙ্গম মুখোমুখি, নবাগত, blowjob, খোকামনি, বড় মোরগ, মেয়ে পাশের, স্বর্ণকেশী |
আহত লোকদুজন কমল ছেত্ৰী, সঞ্জীৱ ছেত্ৰী। |
এটি এ বারের মরসুমে তাঁর চতুর্থ গোল। |
সকাল ১০-০০ আনন্দ অশ্রু (সালমান শাহ, শাবনূর) এবং বেলা ২-৩০ স্বামীর সংসার (শাকিব খান, |
শুধু তিনি নয়, তাঁর সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিলেন তাঁর স্বামী প্রাক্তন মেয়র পারিষদ সুশীল শর্মাও। |
সমুদ্রের ধারে বাঁধানো পাড়। |
এবারের সম্মেলনে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি ইউরোপের পূর্বাঞ্চল ও মধ্য এশিয়ায় এইচআইভির প্রকোপ ও আক্রান্তদের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
বাকিদের অবস্থাও অনেকটাই একইরকম। |
এ বছর আমি ৫২টি বই পড়ে যা শিখেছি |
এর আগে ইদের দিনও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পরীমনিকে। |
কিন্তু তারপরই শরিকি দ্বন্দ্বে সরকার গঠন নিয়ে সমস্যা তৈরি হয়। |
আরেকজন কর্মকর্তাকে দিয়ে আমাকে গাড়িতে পাঠালেন এবং বললেন আরো তিন জনের অপেক্ষা করছেন। |
হ্যাঁ, বলল হিগিন্স। |
মারুফ বলল, একটা কথা বলতে চাচ্ছি। |
বিক্রেতাও জানেন যে, ধোনি টেস্ট খেলেন না আর। |
কিন্তু মোহিতকে বিয়ে করতে রাজি ছিলেন না ওই তরুণী। |
# পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের তাণ্ডব, দিঘা থেকে পর্যটকদের ফেরাতে বিশেষ বাস। |
একই সঙ্গে তার সঙ্গে কাজ না করার অভিমতও ব্যক্ত করেছেন ট্রাম্প। |
পাগলামি অনেক সহ্য করেছি। |
ক্লার্ক, ম্যানেজমেন্ট ট্রেনি ও প্রোবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ করতে চলেছে ব্যাঙ্কগুলি । |
এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। |
প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে চার জন করে কর্মীর নামও নেতৃত্বের কাছে জমা দিতে বলা হয়েছে বিধায়কদের। |
না বলে উপায় নেই। |
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১২ সালে ১৯ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা থানার ডা. |
তবে এত মানুষের মধ্যে পুলিশের সংখ্যা একেবারেই কম হয়ে পড়ায় বেকায়দায় পড়ে পুলিশ। |
ঝকঝকে লজ্জা |
তার বেটা আছে নাকি? |
তিনি কীভাবে কয়েকজনকে খুন করে লাশ গুম করে দিয়েছিলেন, সেই বর্ণনাও বাবা তাঁকে দেন বলে চিঠিতে অভিযোগ করেন ওই মহিলা। |
- "বাবুসোনা, ঘুমুবে কখন?" নীরা খুব আস্তে করে বললো। নীরার শীতল সুন্দর কণ্ঠে নিশ্বাসের গরম বাতাসও যেন ফোনের এই প্রান্ত থেকে আমার কানে এসে সুরসুরি দিয়ে গেলো। আমি বললাম, |
চাইতে ভুলে গেছে। |
আমি ছোট বেলা থেকেই বেশ মোটা ছিলাম। |
এখন দেখা যাক, এই গবেষণা সম্পর্কে বিশ্বজুড়ে অন্যান্য গবেষকরা কী মতামত দেন। তবে এখন পর্যন্ত গবেষকরা এই ঘটনার জন্য দায়ী জিনগুলোকে নির্দিষ্ট করতে পারেন নি। |
তা ছাড়া সিনেমা আর সাহিত্য এখন এক। |
স্পনসর নেই। |
মানুষ বুঝতেই পারছেন না রাস্তা কোনটা ? |
’’ এর পরেই শনিবার এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল দাবি করেন, বিচারপতি সিন্হাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গড়ে ফের এই মামলার শুনানি করতে হবে। |
একদিন সে এই পৃথিবীর তীরভূমি থেকে আমাকে নিয়ে যাবে। |
ওই দু’জনকে এ দিন গোপনে মোটরবাইকে চাপিয়ে পুলিশ বোলপুর আদালতে নিয়ে আসে। |
মিছিল করিয়া আমরা অগ্রসর হইলাম। |
যেকোনও কাজে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এঁরা অগ্রণী ভূমিকা পালন করেন। |
সরকার সেখান থেকে শেয়ার বিক্রি করে ৬৫ হাজার কোটি রুপি পাওয়ার আশা করছে। |
মোট ১০ জন মারা গিয়েছেন। |
সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। |
৩৩ বলে ১০ চার ও তিন ছক্কায় ফিরেন ৭০ রান করে। |
শেষ বলে রান-আউট হয়ে যান মেহেদী মিরাজ। |
সে কথা মনে করিয়ে এ দিন গ্রেটার নয়ডায় রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তনের সঙ্কট সংক্রান্ত এক আলোচনায় মোদী বলেন, ‘‘আমার সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, আগামী দিনে এক বার ব্যবহারের প্লাস্টিক পণ্য পুরো বন্ধ করে দেওয়া হবে। |
শঙ্কর রায়বর্মন বলল, ভেতরে যাবেন না। |
অথচ যারা নিয়মিত পরিশোধ করেন তাদের ঋণ পেতে বেগ পেতে হয়। |
ভারতীয় প্রতিরক্ষা মহল থেকে তাঁকে ফিরিয়ে আনতে পাকিস্তানে বিশেষ বিমান পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়। |
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির পাশে কাউনের চর বিল সংলগ্ন মাঠে খেলতে থাকে ৪ শিশু। খেলার সময় হঠাৎ করে ৩ শিশু বিলের পানিতে পড়ে যায়। অপর শিশু বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে ১ শিশুকে উদ্ধার করে। খবর পেয়ে শেরপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাকী ২ শিশুকে উদ্ধার করতে না পেরে ময়মনসিংহ ডুবুরি দলকে খবর দিলে তারা এসে রাত ১০ টার দিকে ২ জনকে উদ্ধার করে। এসময় মৃতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। |
সেই সাঁকো দিয়েই দুই পাড়ের মানুষ যাতায়াত করে থাকেন। |
এ বার কত নম্বর জার্সি পরবেন হাইতিয়ান ম্যাজিশিয়ান? |
খুব কষ্ট করে সিনেমা দেখতে হতো। |
এবং এই দুই মনোভাবের প্রতি বার্নার্ড শ -র যে কতদূর ভক্তি আছে তার পরিচয়ও তিনি নিজমুখেই দিয়েছেন। |
এবং বদল টাকা রাখা হল কোন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে? |
২০ ডিসেম্বর, ২০১৮, ১৮:১৯:৪৬ |
এক ঘণ্টা লাগবে বড় পাত্রে, ছোট পাত্রে ৩০-৪০ মিনিট। |
সে তো ধর্মীয় শিক্ষাগুরুর স্থানে উপবিষ্ট ছিল! |
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখছে। বিশেষ করে নির্বাচনকালীন সরকারে বিএনপি বা তাদের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কোন প্রতিনিধি রাখা হবে কি না এবং এ ধরনের সরকার গঠনে সরকার শেষ পর্যন্ত বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা বা সংলাপে বসবে কি না- এ আলোচনা যেমন হচ্ছে; তেমনি এ সরকারের আকার কেমন হবে, কারা ঠাঁই পাচ্ছেন মন্ত্রিসভায়- জানতে আগ্রহী ক্ষমতাসীনরাও। বিশেষ করে কবে নাগাদ গঠন হতে পারে নির্বাচনকালীন সরকার- তাও জানতে চায় মানুষ। |
শীতে ত্বকের খসখসে ভাব দূর করতে ত্বক ময়েশ্চারাইজার করা খুব জরুরি বলে জানান ফারহানা রুমি। |
kolkata24x7.com-এর কাছে আর্থিক প্রতারণার কথা অস্বীকার করেছেন তিনি৷ তবে, একই সঙ্গে তিনি বলেন, ‘‘শারীরিক এবং মানসিক কারণে আমি এখন আর ইয়ুথ ইউনাইটেড ভলান্টিয়ার অর্গানাইজেশনের সঙ্গে নেই৷’’ আপনাকে তো এই অর্গানাইজেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল…৷ শুভঙ্কর দে বলেন, ‘‘গোটা উত্তরবঙ্গে আমাকে কনভেনর করেছিলেন বিশ্বজিৎ দে৷ আমিই উত্তরবঙ্গের সব জেলার সভাপতিকে সিলেক্ট করেছি৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘বিশ্বজিৎ দে যেভাবে মুখ্যমন্ত্রীর বিভিন্ন কাজ প্রচার করছেন, তাতে প্রথমে কিছু মনে হয়নি৷ পরে সন্দেহ হয়েছে৷ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে জানতে চেয়েছিলাম, দলে এই ধরনের কোনও সংগঠন আছে কি না৷ মন্ত্রী খোঁজ নিয়ে বলেছিলেন, এই ধরনের কোনও সংগঠনের কথা তিনি শোনেননি৷’’ |
পায়জামা গেঞ্জি পরেই বাইরের ঘরে এসে ফোন করলাম। |
পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনই মারা যান। |
এই টুল সরাসরি কোনো পৃষ্ঠা উপাদান (px) এর পিক্সেল প্রস্থ ও উচ্চতা পরিমাপ করতে পারেন. অনলাইন স্থাপন শাসক সঙ্গে সরাসরি আঁকা মাউস টেনে আনুন. এটা বিখ্যাত "Measureit" প্লাগইন মত, এবং ওহ ইনস্টল না! |
ব্রাজিলীয় স্ট্রাইকার বল হোল্ড করার সময় তাইসুকে আর জয়েশ দু’প্রান্ত দিয়ে উঠে এসে চাপ বাড়াবে বিপক্ষ রক্ষণে। |
এদের মাঝে কিছু মেয়ে যারা নিয়মভঙ্গ করে, তাদেরকে আমরা বেয়াদব বলি। বেয়াদবি আর প্রতিবাদির মাঝে অনেক ফারাক। |
একাংশের মানুষ সেগুলিকে সত্য বলে মানেন। |
তা হচ্ছে যদি কৃষ্ণাকে হত্যা করা হয় তবে আর কোনো বিপদ থাকবে না। |
১৯২৯ সালে তেল-গ্যাসের সন্ধান মেলে। |
আমাদের এই পল্লিখানি পাহাড় দিয়ে ঘেরা |