text
stringlengths 0
127k
| length
int32 0
127k
|
---|---|
এসময় সিলেটের ঐতিহ্যবাহী দৈনিক যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক অপূর্ব শর্মা এবং মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হওয়ায় সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তীকে সম্মাননা প্রদান করা হয়। | 220 |
তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে প্রকাশ করেনা (এমন) ‘উদ্ভাসিত সত্যকে’, আল্লাহর তরফ থেকে যা তাদের কাছে দেয়া আছে? এই যা কিছু তারা করছে এ ব্যাপারে আল্লাহ আদৌ উদাসীন নন। (২:১৪০) | 181 |
ডাক্তার মারভিনের দরজার দিকে এগোলে সে, টোকা দিলো। | 48 |
আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক মনোনীত অধিভূক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ১০জন শিক্ষক | 102 |
খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ সেখানে গিয়ে তিন জন তরুণীকে উদ্ধার করে। | 68 |
এ রকম একজন সাহিত্যিকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। | 56 |
প্রগতিশীল চিন্তায় অনুপ্রাণিত হয়ে বিধবা নারীকে বিয়ের ক্ষেত্রে আগ্রহ দেখা যায় না বলে জানান এই সমাজতত্ত্বের গবেষক। | 115 |
কারণ ২০১৮-১৯ মরসুমে দু’টির বদলে একটি লিগ-ই চাইছে এএফসি। | 55 |
রাজধানীর স্বামীবাগ, কাপ্তানবাজার, সেগুনবাগিচা গিয়ে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি বেগুন ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, সাদা গোলাকার বেগুন ৩০ টাকায়, গাজর ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, শশা ২৫ টাকা থেকে ৩০ টাকায়, ঝিঙে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, চিচিঙ্গা ২৫ টাকা থেকে ৩০ টাকায়, পেঁপে ৫০ টাকা থেকে ৬০ টাকা, ধুন্দুল ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, শালগম ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, বরবটি ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, কচুর ছড়ি ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, লতি ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, কাঁচামরিচ ৪০ টাকা থেকে ৫০ টাকায়, টমেটো ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, করলা ৩৫ টাকা থেকে ৪০ টাকায়, ঢেঁড়স ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, উচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, পটল ২৫ টাকা ৩০ টাকায়, শজনে ৬০ টাকায় এবং কাকরোল ৪০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। | 659 |
বন্ধুদের সঙ্গে বিরোধ নিয়ে চিন্তা। | 33 |
বৃহস্পতিবার সকালেই বামেদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল লাল কেল্লা এবং মান্ডি হাউস চত্বর। | 88 |
জানা গেছে, এরপর কফিটি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে বানরটি। অসুস্থ অবস্থায় বানরটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কার্বনের সলুউসন এবং স্যালাইন দিয়ে বুধবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়। | 192 |
ছবি: সোমনাথ নন্দী | 17 |
একটা মানুষ মারা যাইতেছে। | 24 |
মুগ্ধ করেছে গ্ল্যামার ওয়ার্ল্ডের কেরিয়ার শীর্ষে থাকার সময়ও নিজের অবসাদের কাহিনি সকলের সামনে তুলে ধরার সাহস। | 107 |
আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিয়ে না করেও কোনো জুটি যদি অনেক দিন ধরে স্বামী-স্ত্রীর মতো বসবাস করে তবে তারা আইনত স্বামী-স্ত্রী হিসেবেই বিবেচিত হবেন। এমনকি ওই পুরুষের মৃত্যু হলে তার সঙ্গী মৃতের সম্পত্তিরও উতরাধিকারী হবেন। ভারতের সর্বোচ্চ আদালত সম্প্রতি এ রায় দিয়েছে বলে সোমবার জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। | 296 |
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে কারাগারে থাকা ছয়জন হলেন, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ; ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবির নেতা হাদিসুর রহমান সাগর; নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ। | 470 |
দিনদুপুরে ঘুমই বাঙালির পতনের কারণ। | 34 |
‘লাইভ’ স্ট্রিমিং ভিডিও সংরক্ষণের সুবিধা চালু করেছে ফেইসবুকের মালিকানাধীন ছবি বিনিময়ের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এ সুবিধা চালুর ফলে কোনো ব্যক্তি ইনস্টাগ্রামে সরাসরি ভিডিও সম্প্রচার করার পর ভিডিওটি ২৪ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। এমনকি বন্ধুদের কাছে ভিডিওটি পাঠানোও যাবে। ফলে নির্দিষ্ট সময়ে অনলাইনে না থাকলেও পরবর্তী সময়ে বন্ধুরা ভিডিওটি দেখার সুযোগ পাবে। এত দিন ইনস্টাগ্রামে সরাসরি ভিডিও সম্প্রচারের পরপরই ভিডিওটি স্থায়ীভাবে মুছে যেত। | 437 |
স্কুলে চুরি হলে খুব একটা হইচই হয় না, এমনটাই ধারণা ছিল দুষ্কৃতীদের। | 66 |
আরও তিন বছর পর একইভাবে ভারী যান চালনার সুযোগ থাকে। | 50 |
যেথা কোনোদিন আসে নি কেহ। | 24 |
এই সন্দৰ্ভত ‘অসমীয়া প্ৰতিদিন’ৰ ডিজিটেল সংস্কৰণত সবিস্তাৰে বাতৰি প্ৰকাশ পাইছিল৷ | 79 |
খুশির সীমা থাকে না তার, সবচাইতে কমে দাঁও মারতে পারে যে। | 55 |
তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেয়। | 69 |
এডাল্ট এডাল্ট বিনোদন এডাল্ট বিশ্ব এডাল্ট মুভি এডাল্টদের জাতীয় খবর এডাল্টদের বিজ্ঞান ও প্রযুক্তি এডাল্টদের লাইফস্টাইল | 116 |
তবে গত ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভৌতিক ভোটার যোগ করার অভিযোগ এনে ফল প্রত্যাখান করে পরাজিত প্যানেল পুননির্বাচনের দাবি জানিয়েছে। | 133 |
তিনি জানান, গত ৪ জুলাই স্ত্রীসহ স্থল সীমান্ত দিয়ে কানাডায় প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি। | 102 |
ঢাবি ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ | 43 |
বস্তুতঃ প্রেম বলিয়া কিছু নাই, মানুষ বংশানুক্রমে আত্ম-প্রতারণা করিয়া এই প্রেমরূপ সংস্কারের উদ্ভব করিয়াছে। | 107 |
মাঠে নেমে খেলতে পারছেন না তো কী হয়েছে, অফিসে কাজের ফাঁকে বা বিছানায় গড়াতেই গড়াতেই মারুন ছক্কা-পঞ্জা। | 102 |
গত সেপ্টেম্বরে আনসারুল্লাহ বাহিনী এবং সামরিক ইউনিট ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ওপর এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে আরব আমিরাতের অন্তত ৫২ সেনা নিহত হয়েছিল বলে দেশটির সামরিক সূত্র নিশ্চিত করেছিল। | 227 |
কিন্তু শামি অবিচল ছিলেন লক্ষ্যে। | 32 |
অনুষ্ঠানে বক্তারা আনোয়ার হোসেইনের প্রবাস জীবনের নানান স্মৃতি তুলে ধরে বলেন, আনোয়ার হোসেইন ছিলেন একজন নিঃস্বার্থ সমাজকর্মী। বিদেশ বিভূঁইয়ে থেকেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত না করে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার প্রত্যাগমণে আমরা ব্যথিত হলেও প্রবাসের মত দেশেও তিনি গণমানুষের জন্য কঅজ করে যাবেন। বক্তারা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করেন। | 356 |
কম্পিউটার ভাইরাস গোটা বিশ্বের সব মানুষের প্রধান মাথাব্যথার কারণ। যদি জিজ্ঞেস করা হয় এই ভাইরাসের জন্ম কোথায়? কিভাবে এসেছে এই ভাইরাস? আসুন জেনে নিই সেই শুরুর কথা। | 160 |
এ ছাড়া শরীরে তাপ বাড়িয়ে দিতে দারুণ ভূমিকা রাখে ডিম। | 51 |
আয়নামহল: বেহালা ক্লাবের পুজো মণ্ডপ। | 35 |
ফাইদাবাদের ইউনুছের গলিতে ধরে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত হাসান। | 64 |
ঝাড়গ্রাম ব্লকের সর্ডিহা গ্রাম পঞ্চায়েতের বহড়াকোটা থেকে মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের মালিখাল যাওয়ার সাড়ে ৬ কিলোমিটার মাটির রাস্তায় আদপে কোনও কাজই হয়নি। | 148 |
জুনের মাঝামাঝি দুই দেশই সীমান্তে বিশাল বাহিনী পাঠিয়ে দেয়। | 57 |
সায়ন্তনী গুহঠাকুরতা, কন্যাকুমারী মুখোপাধ্যায়, অঙ্কিতা মজুমদার ও সুমনা দাস— চার টেলি-অভিনেত্রীকেই দেখা যাবে ছবির চারটি আলাদা গল্পে। | 130 |
৩. প্রবীণদের ত্বক তরুণদের তুলনায় বেশি শুষ্ক থাকে। এই শুষ্কতা শীতে আরো বাড়ে। শুষ্ক ত্বকে গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি, জলপাইয়ের তেল ব্যবহার করবেন। এই সময়ে প্রবীণদের ত্বক ফাটা, পা ফাটা প্রভৃতি সমস্যা বেড়ে যেতে পারে। গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলিতে নিরাময় না হলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। | 293 |
শেষ আপডেট: ২৭ মার্চ , ২০১৮, ০৩:৪৭:৪১ | 36 |
বস্তায় মুরগির টুকরো, ধৃত ব্যক্তি | 32 |
আমি যে-বার ম্যাট্রিক পাস করিয়া কলেজে ভর্তি হইয়াছি, সে-বার শ্রাবণ মাসে বিনুর ভগ্নীর বিবাহ উপলক্ষ্যে ভূষণদাদা আবার আমাদের গ্রামে আসিলেন। | 134 |
আর বাঁ হাতি ওপেনার হেইডেন ১০৩ টেস্টে ৮৬২৫ রান, ১৬১ ওয়ানডেতে ৬১৩৩ রান ও ৯ টি-টোয়েন্টিতে ৩০৮ রান করেন। | 100 |
মাতৃ পরিচয় অনিতা কুমারস্বামী | 28 |
এমনই বিস্ফোরক অভিযোগ শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। | 62 |
বিছানাটা ভয়ংকরভাবে কাপছে। | 25 |
আগামী ডিসেম্বরেই বৈঠকে বসছে সিপিএমের কেন্দ্রীয় কমিটি। | 53 |
দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক পিচ এবং পরিবেশ পেয়ে বুমরা আরও ধারালো হয়ে উঠতে পারেন বলেও মনে করা হচ্ছে। | 97 |
অবশ্যই সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর ভূমিকা ও অভিনন্দিত হওয়া উচিত। | 73 |
মুখ্যমন্ত্রী আজকে কমবয়সী ডাক্তারদের স্নেহভরে কাজে যোগ দেওয়ার পরামর্শ দিতে পারতেন; তাতে হয়তো কাজও হত। | 100 |
ছোটবেলায় বাবার দিকের সবাই ব্রাজিল ছিল। | 38 |
ভিতরে ছোট্ট একটা চিরকুট। | 24 |
১/ বোরো ধান কাটার সপ্তাহখানেক আগে বোনা আমন ধানের বীজ ছিটিয়ে দিলে অথবা বোরো ধান কেটি সাথে সাথে আমন ধানের চারা রোপণ করলে বন্যার পানির আগেই চারা সতেজ হয়ে উঠবে। জলি আমন ধান আশ্বিন- কার্তিক মাসে কাটা যায় এবং ফলনও ভাল হয়। | 215 |
প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উদ্বোধন হয় ইসকনের রথযাত্রা | 63 |
আমি দৌড়ে-দৌড়ে তোমার চার পাশে ঘুরব, আমাকে ছুঁতেও পারবে না তুমি। | 62 |
” রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাঠি হাতে পুলিশ কনস্টেবলও স্মিত হাদিতে জানিয়ে দিলেন, সরকারের আজ্ঞা মানতে বাধ্য হলেও তাঁর অন্তর রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। | 150 |
১-১৮৮-৪ (৮৪৩৪) | 14 |
তাতে ঝামেলা আরও বেড়েছে। | 23 |
শেরপুরে নকলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পৌরশহরের হাসপাতাল মোড়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুলতানা রাজিয়া’র বিস্তারিত… | 231 |
ইতিহাস বলে, প্রথম টাইপরাইটার জাতীয় একটা প্রিন্টার তৈরি করেন ইতালির প্রিন্ট মেকার ফ্রান্সেসকো রামপাজেটো। | 103 |
এবারই প্রথম হাইকমিশনের কর্মকর্তারা সরেজমিন নিয়োগকর্তার সক্ষমতা যাচাই করে চাহিদাপত্র সত্যায়ন করেছেন জানিয়ে এ জন্য বায়রা নেতারা হাইকমিশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। | 164 |
তবে চিটাগং ভাইকিংস চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলে শুভসূচনা করেছিল। | 78 |
এলিওট আরও আবিষ্কার করেন যে , দামের দিক থেকে, ১, ৩ ও ৫ গতিদায়ক ওয়েভ এর মাঝে, ওয়েভ ৩ বেশিরভাগ সময় সবচেয়ে লম্বা ওয়েভ হয় এবং কখনই সবচেয়ে ছোট ওয়েভ হয় না , যতক্ষন পর্যন্ত ওয়েভ ৩ , ওয়েভ ১ এবং ওয়েভ ৫ এর তুলনায় শতকরা হিসাবে অনেক বেশি নড়াচড়া করে, ততক্ষন এই নিয়ম চালু থাকে, এবং এটির অংকের হিসাবেই নড়াচড়া করে, দুই ধরনের গতিদায়ক ওয়েভ আছে, প্রেরনা দায়ক ও কোণাকোণি ত্রিভুজ । | 359 |
ফেলুদার চরিত্রে বোধহয় নতুন মুখ দেখতে চলেছেন দর্শকরা। | 52 |
আজকাল ওয়েবডেস্ক: জনগণের আশা পূর্ণ করতে গেলে বিজেপি–কে ‘এক ব্যক্তির শো এবং দুই সেনাপতি’র দলের বাইরে যেতে হবে। | 111 |
@নামহীন, মাইক্রোওয়ার্কারসে কাজ শেষে কাজের Proof দিতে ওই কাজের পৃষ্ঠায় একটি টেক্সটবক্স দেখতে পাবেন। কোন Proof দিতে হবে তা কাজের বর্ণনায় উল্লেখ থাকে। যেমন যে কোন একটি ফোরামে মন্তব্য লেখার কাজের জন্য সেই ফোরামের ঠিকানা এবং সেখানে আপনি যে Username ব্যবহার করেছেন তা উল্লেখ করতে হবে। | 278 |
ওই আলোচনা সভায় নতুন ব্যবসা-বাণিজ্যের দ্বার উম্মুক্তকরণে নতুন করে আশা জাগিয়েছে দেশটিতে প্রবাসী ব্যবসায়ীদের। | 106 |
দল ভারতের বিপক্ষে লড়াই করছে; তিনি কি ঢাকায় বসে থাকতে পারেন? | 59 |
সর্দার ধমকায়। | 13 |
তাই নতুন করে এ খাতকে যুক্ত করার অনুরোধ জানিয়েছি। | 48 |
বজ্ৰ বলিল, আমি জানি। | 20 |
ফলে চড়া দামেই পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। | 49 |
আজ তোমরা যাও। | 13 |
শনিবার (১৮ই আগস্ট) শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘গুজব সন্ত্রাস-অপপ্রচার রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সরকার উৎখাতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, আগুন-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং গুজব-অপপ্রচার নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। | 321 |
খুলশী থানার ওসি নাছির উদ্দিন জানান, ১১ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করার অভিযোগে হারুন গণপিটুনির শিকার হন। ঘটনাটি জানার পর পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করে। | 152 |
একই অবস্থা ৯০ বছর বয়সী মীরা চৌধুরীর। স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিজের রক্তমাংস পানি করে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। কিন্তু শেষবেলায় সেই সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে পাড়ি জমিয়েছে বিদেশে। | 192 |
জোহানেসবার্গের চতুর্থ টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। | 81 |
৩২। সে বলেছিলো, ” হে পরিষদবর্গ ! | 32 |
এ বার মোদী-শাহের সুরই শোনা গেল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর গলায়। | 66 |
১৭ বছরের ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে ‘রোজভেল্ট ইন’ নামে এক মোটেল ম্যানেজার যজ্ঞ প্যাটেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। | 118 |
ধ্বনি–আলোয় সেজে উঠবে কবিগুরুর সমাধিস্থল | 41 |
রবিবার জয়ের পরে সতীর্থ ভুবনেশ্বর কুমারকে দেওয়া সাক্ষাৎকারে ২১ বছরের বাঁ হাতি পেসার বলেছেন, ‘‘পাওয়ারপ্লে-তে নতুন বলে কত দ্রুত উইকেট নিতে পারছি, সেটার উপরেই ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করে। | 187 |
কিন্ত কেন হঠাৎ বিমল ছুটলেন কালা যাদুতে? | 39 |
আপনি যেসব ফিচার প্রত্যাশা করেন, তারই সবই রয়েছে কেএম প্লেয়ারে। প্লেব্যাক স্পিড কন্ট্রোল, সাবটাইটেল সাপোর্ট সহ অন্যান্য সুবিধার পাশাপাশি পছন্দের কনটেন্ট খুঁজে পেতেও সহায়তা করে। | 174 |
এর মানে আপনার ফাঁপা ভুঁড়ি। | 26 |
টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িয়া এলাকায় অবাধে চলছে লাল মাটির টিলা কাটার মহোৎসব। | 75 |
আরকেটি ছবিতে নুসরাতকে বিকিনিতে দেখা গেছে। | 41 |
৭ ফেব্রুয়ারি ২০১২ গ্রেট মাস্টার্স অব বাংলাদেশ : সফিউদ্দীন আহমেদ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠানের দিন ঠিক হলো। প্রকাশনা অনুষ্ঠানের পূর্বেই সফিউদ্দীন স্যারকে বইটি দেখানো দরকার। ঠিক হলো ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে বইটি তুলে দেওয়া হবে। | 254 |
এ ব্যাপারে প্রশ্নের জবাবে র্যাবের পরিচালক বলেন, ‘কিছু জায়গা একটু অন্ধকার ছিল। | 79 |
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে, এটাই বর্তমান সরকারের লক্ষ্য। | 205 |
একটা প্রাচীন সিংহদ্বার সনাক্ত করে সেটা খুলে দিয়ে। | 50 |
অন্যান্য প্রতিরক্ষা চুক্তি নিয়েও তথ্য মিলেছে। | 45 |
মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি ৯২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। | 98 |
খোঁজ নিয়ে বিষয়টি দেখব। | 22 |
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ভবন দখল করে ধানের গুদাম বানিয়ে সেখানে ধান ও চাল মাড়াই করছেন। ধান ও চাল মাড়াই মেশিনের শব্দে প্রায় এক মাস ধরে ক্লাস বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘœ ঘটছে। | 258 |
একদিন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এলেন। | 56 |
এ বিষয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। | 126 |