text
stringlengths
0
127k
length
int32
0
127k
• পুজো তো দরজায় কড়া নাড়ছে ৷ আর বাঙালির সবচেয়ে বড় উৎসবে ঝক্কাস না লাগলে কী চলে ?
84
ৎবন্নিন্দাং যে করিষ্যন্তি ৎবয়ি বা বিমুখাশয়াঃ |
46
তাঁকে জেতাতে প্রশান্ত কুমারের টিমের প্রতিনিধিরা বুথ লেভেল পর্যন্ত কাজ করেছেন বলে জানিয়েছেন এই তৃণমূল নেতা।
106
চমৎকার উপায়।
12
এ মাসেই আলবদর বাহিনীর হাতে শহীদ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সেরা অধ্যাপকসহ সারাদেশের অনেক বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, সংগীতশিল্পী, নাট্যশিল্পী আর চিকিৎসক।
171
অন্যান্য হোটেল মালিকদের মতে, এই অশান্ত পরিস্থিতির মধ্যে পর্যটকদের পাশে থাকাই তাদের কর্তৃব্য বলে মনে করছেন তারা।
111
এ ছবিতে সলমন খানকে এক সাধারণ নাগরিকের চরিত্রে দেখা যাবে।
56
বলে আলনা থেকে গামছাটা নামিয়ে নিয়ে বেরিয়ে গেলো সে।
52
মেন্টালিস্টরা সষ্টিশীল কাজ পারে না।
35
পরে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
62
চলার পথে কোনও রকম হেনস্থার শিকার হলে ছাত্রীরাই যাতে তার মোকাবিলা করতে পারে, সেই লক্ষ্যেই ওই পরিকল্পনা নেন কলেজ কর্তৃপক্ষ।
121
মা তো তীব্র কোনো তিরস্কার করেনি চিঠির মাধ্যমে, কোনো ধিক্কার বাকাও পাঠায়নি!
75
কঙ্গোর স্টিভ বিকায়ি নামের এক মন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
75
হ্যারির গলা শুনে মনে হয় ধৈর্য্যের সীমা হারিয়েছে।
50
এতসব করার পর নিশ্চিত হলেন রোগটি আসলে গ্যাস্ট্রিক-আলসার।
55
শুকুৰবাৰে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিধেয়কৰ বিৰোধীতাৰে বহুলোকে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ।
83
একটু হলেই চেঁচিয়ে ফেলেছিলুম আর কি!
34
বাপির লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই আয়াকে গ্রেফতার করে।
60
মামলার এজাহারে এই তিনজনের নাম নেই।
34
ঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর/উত্তরÑপূর্ব দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া বিভাগের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে।
106
টাকা ছিল না বলে জিনিসপত্র ফেরি করে বেড়ানো, দোকান দেওয়া, থাকা-খাওয়ার বিনিময়ে নবিশি কিংবা সমাজের উঁচুতলার জন্য সন্ন্যাসিনী হওয়া—এসব বাতিল হয়ে গেল।
144
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা.
95
সামনে বিচ্চু, পিছনে বিচ্চু, ডাইনে বিচ্চু, বাঁয়ে বিচ্চু।
55
তবে দলের বাইরে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে নেতাকর্মীরা যাতে বিদ্রোহ না করে সে ব্যাপারে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে।
112
গত বছরের জানুযারির নির্বাচনের পর সারাদেশে উপজেলা পরিষদের নির্বাচন এবং এর পরপর তিন সিটি করপোরেশনের নির্বাচন আমরা দেখেছি। এ দু’টি নির্বাচন ছিল স্থানীয় সরকারের কিন্তু দলীয় ভিত্তিতে হয়নি। তারপরও সবদলই সাধ্যমতো প্রার্থীদের সমর্থন দিয়েছে। যদিও বিএনপি-সমর্থিত প্রার্থীরা সিটি নির্বাচনের দিন নির্বাচন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন বর্জন করেন।
338
এ দিনে মুআনাকা বা কোলাকুলিরও অনুমোদন রয়েছে।
43
জানা গেছে, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খান নাকি শুরুতে ঢাকায় আসতে রাজি হতে হননি।
87
তাদের প্রায় ৪০টি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাদেরকে মারধরও করা হয়েছে।
86
অনুষ্ঠানের আগে কলেজ ময়দানে সমবেত ছাত্র-ছাত্রীদের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
107
কী মামা, বুঝেন নাই?
19
তৃণমূল কর্মীর পানশালায় জুয়া খেলার অভিযোগে ধরা পড়লেন বিজেপি নেতা-সহ দশ জন।
74
১২৬ বলে ১১ বাউন্ডারিতে ৯৩ রান করেছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান।
69
৫ এপ্রিল ২০১৯ ০০:০০ | আপডেট: ৫ এপ্রিল ২০১৯ ০২:৪০
48
আরো পড়ুন:  দেশকে মেধাহীন করতে সরকার প্রশ্নপত্র ফাঁস করছে : রিজভী
64
তাহলেই দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
51
মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি দলিল রেজিস্ট্রি নিয়ে তোলপাড় চলছে। জানাগেছে, গত কয়েক দিন আগে জগন্নাথপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একটি বাটোয়ারা নামা দলিল রেজিস্ট্রি নিয়ে তুল কালাম কান্ড ঘটে। জানা যায়, জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের প্রয়াত শালিসি ব্যক্তি হাজী ফিরোজ মিয়ার বিপুল পরিমাণ জায়গা সম্পত্তি রয়েছে। বিশেষ করে জগন্নাথপুর থানার সামনে বিশাল বাড়ি …বিস্তারিত
396
খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশ।
96
ওখানে শেষ নিঃশ্বাস ফেলেছেন অনেকেই।
34
এ মাসের প্রথমে আমি এসি-৩৭এ বাসে করে গড়িয়া থেকে নিউটাউন যাচ্ছিলাম।
66
স্থির হয়, কোনও ক্ষেত্রে মতবিরোধ থাকলে উভয়পক্ষই সংযম দেখাবে।
59
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.
40
আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা॥ কুয়াকাটা জিরো পয়েন্টে পূর্বপাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁেধ থাকা ১১২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলমগীর হোসেন। উচ্ছেদ অভিযানে ...বিস্তারিত
366
রাত সাড়ে আটটাতেও ওকে একা রিকশায় ছেড়ে দিতে তিনি রাজি নন।
55
সুপ্রিম কোর্টই অতীতে এই সংস্থাকে ‘খাঁচায় বন্দি তোতাপাখি’ আখ্যা দিয়েছে।
70
মুখে দিয়ে বলল, বিস্বাদ।
24
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িতে করে তায়েফে যাওয়ার সময় এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশি নাগরিক মশিউর রহমান সেলিমের পরিবার। গাড়িতে থাকা ৬ জনের মধ্যে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
189
বাইজিদ আল হাসান, ওমান: বিদেশের মাটিতে বাংলাদেশিদের সফলতার খবর এখন নতুন কিছু নয়। কঠোর অধ্যবসায় এবং অক্লান্ত পরিশ্রমের ফলে বিদেশে বাংলাদেশিদের সাফল্যের নজির এখন ভুরি ভুরি। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন ওমান প্রবাসী কিছু বাংলাদেশি। তাঁদেরই একজন বাংলাদেশের মৌলভীবাজার জেলার মুহাম্মদ বরকত আলী।
288
গত দুই বছরে রোস্তেক চীনকে ১৪টি এসইউ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করেছে বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।
90
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের নেপথ্যে কারা ছিলেন, তাঁদের চিহ্নিত করার জন্য একটি কমিশন দরকার।
96
পুরকাইতপাড়ায় সূরযমল নাগরমল প্রাথমিক স্কুলের সামনে ইদের নমাজ পড়া হয় যে মাঠে, সেখানেই নবদুর্গাপুজো।
99
বৃদ্ধরা কাজ করবে যন্ত্রের মতো কোননাদিকে তারা তাকাবে না।
55
তবে কনডম অনেক সমস্যায় তাদের ‘বিপদে’ও ফেলে দেয় বলে জানান জেলেরা। এক জেলে বলেন, অনেক সময় হয়তো আপনি পকেট থেকে কনডম রাখতে ভুলে যান। বাড়িতে ফেরার পর যদি পকেটে কনডম থাকে তখন পরিবারের লোকদের অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। তখন তাদের বোঝাতে হয় আমি যে ক্ষেত্রে কাজ করি সেখানে কনডমের গুরুত্ব কতটুকু।
285
তবে এখনও চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন পরিবহ।
46
ভারতে এখন মিউচুয়াল-ফান্ড সহ দেশীয় আর্থিক সংস্থাগুলির লগ্নি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
84
আব্রু ঢাকার নূ্যনতম প্রকরণটুকু না থাকায় নারীরা ভ্যাবলা স্টেশনের শৌচাগার বহু দিন ধরেই ব্যবহার করতে পারেন না।
107
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের নেতারা জানান, খালেদার দুর্নীতি মামলা রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। এজন্য রায় ঘোষণার আগের দিন বুধবার সন্ধ্যা থেকে নগরের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় মিছিল করবেন। বৈঠক সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি সকাল থেকে এ কে খান মোড়, ইপিজেড মোড়, কাটগড়, বিমান চত্বর, বাদামতলী, দেওয়ানহাট, ওয়াসা, জিইসি মোড়, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড়, শাহ আমানত সেতুর নগরপ্রান্ত, চকবাজার এবং দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটের চত্বরে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
522
তিনি বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডে অ্যাডিশনাল কমিশনার অব ট্যাক্সেস পদে কর্মরত আছেন।
82
সুব্রতর ঘুম তো এত গাঢ় নয়!
27
আধুনিক প্রযুক্তির কল্যাণে বিশ্ববাসী বর্মী সেনাবাহিনী ও বৌদ্ধ জঙ্গিদের নারকীয় তান্ডব প্রত্যক্ষ করেছে। মিয়ানমার সেনাবাহিনী শুধু রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েই ক্ষান্ত হয়নি বরং তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠার, মসজিদ, মাদরাসাসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি অগ্নিসংযোগ করে সমূলে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার নারী বর্মী সেনাবাহিনী ও মগদস্যুদের কাছে সম্ভ্রম হারিয়েছে। গণধর্ষণের পর অনেককে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যাও করা হয়েছে। যা পুরো রাখাইন রাজ্যে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।
485
ছবিটি এক অ্যাগ্রোফোবিয়ায় আক্রান্ত মেয়ের গল্প।
45
৩. আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র);
38
যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি।
27
এটা কি প্রকৃত আন্দোলন?
22
তার জন্যও বিসিএএস-এর অনুমোদন প্রয়োজন।
37
প্রতিদিন শুক্রবার ব্যতিত বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দারুল ফজল মার্কেটস্হ মহানগর দলীয় কার্যালয় হতে দপ্তর সেল থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য ছাত্রলীগ কর্মী ভাইদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
200
আহত ওয়াহাব রিয়াজ।
17
২৬ থেকে ৩১ আগস্ট ২০১৮ পর্যন্ত চীনের রাজধানী বেইজিংয়ে বিশ^ব্যাংক আয়োজিত ‘আন্তর্জাতিক শিক্ষা উন্নয়ন ওয়ার্কশপ’ অনুষ্ঠি হবে। আগামি ১ সেপ্টেম্বর দেশে ফিরবেন ড. হারুন-অর-রশিদ। তাঁর অনুপস্থিতিকালীন সময়ে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
282
ব্রিটিশ ভারতের দ্বিতীয় বৃহত্তম নগরী কলকাতার তিনি ছিলেন মেয়র, অবিভক্ত বাংলার কাউন্সিল ও অ্যাসেম্বলীর সদস্য, তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলার ঘনিষ্ঠ সহচর, পশ্চিমবঙ্গ বিধানসভা ও লোকসভার সদস্য হওয়া সত্ত্বেও মৃত্যুকালে তার নিজের কোনো বিষয়-সম্পত্তি বা বাড়ী ছিল না; ব্যাংকে জমা ছিল না মোটা টাকা। উপমহাদেশের রাজনীতিবিদদের জীবনে এ ধরনের দৃষ্টান্ত নিতান্তই বিরল।
357
বিশ্বজোড়া তাঁর নামডাক, ফিরেছিলেন দেশকে সাহায্য করবেন বলে।
57
‘কা’ৰ প্ৰতিবাদকাৰীতকৈ অধিক তীব্ৰভাৱে দলিত আৰু অবিচিয়ে নিজৰ অধিকাৰ সাব্যস্ত কৰাৰ বাবে আহ্বান জনায় নিত্যানন্দ ৰায়ে।
113
গাঢ় চোখে দেখল তাকে।
20
পরিণামবিশেষঃ | পুরুষো ভোক্তাঽধিষ্ঠাতৃরূপঃ |
43
দল রাজনীতির একটি অংশ মাত্র।
27
ডেস্ক: ছোটদের হাতেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ধরাশায়ী হল পাকিস্তান।
76
পুরনো কয়েকটি বাড়ি আজও রয়েছে।
29
সদ্য শুরু হয়েছে সংসদের অধিবেশন।
31
আরও একটি আইপিএল আসতে চলল, এখন ভারতের ধরাছোঁয়ার বাইরে তিনি।
58
এই যুবকের হাতেই গত ১৬ অগাস্ট মধ্যরাতে ছিল জাগুয়ারের স্টিয়ারিং।
62
ধোনির ঘনিষ্ঠরা বলছেন, ধোনির জীবনের আরও কিছু ঘটনা দেখালে ভালই হত।
64
এ প্রসঙ্গে ইমরান বলেছেন, ‘‘ভারতের জনগণের বোঝা উচিত, এসবই ভোটে জয়ের জন্য।
72
লোকসভার স্পিকার ওম বিড়লার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন সব দলের সাংসদরা।
70
মেয়েটি যাতে বিনা মূল্যে লেখাপড়ার সুযোগ পায়, সে ব্যবস্থাও সরকারকেই করতে হবে।
76
তালিবানের আর একটি অংশ অবশ্য বাচা খান বিশ্ববিদ্যালয়ের নারকীয় হত্যালীলার দায় ভারতের উপর চাপিয়েছে।
95
এই পাল্টে যাওয়াকে স্বাভাবিক মনে করার কোনো কারণ নেই।
51
টেস্ট, ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি নতুন সিরিজে যদি আমরা শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো করব।
110
তাঁর বন্ধুদের সঙ্গে সহজেই মিশে থাকতে পারত কাদের ও আলি।
54
(২) ঈশ্বরের যুক্তিসিদ্ধ সংজ্ঞা আছে মেনে নিয়ে সেই নাস্তিক সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেন যে তেমন ঈশ্বর থাকাটা অসম্ভব।
117
আশা করি বিদেশের মাটিতেও সফল হবে ও।
34
অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশনের (এএমআরইউটি) সহজ জীবনযাপনের জরিপে বলা হয় , বেঁচে থাকা সবচেয়ে সহজ এখানেই।
126
পাকিস্তান সেনাবাহিনী ১.৩০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবন থেকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যায় এবং এর তিন দিন পর তাঁকে বন্দি অবস্থায় পাকিস্তান নিয়ে যাওয়া হয়।
176
ভুক্তভোগীদের অভিযোগ ডাকাতি হলেও পুলিশ ডাকাতি মামলা নিচ্ছে না এবং আসামী গ্রেফতার করছে না। তারা আরো অভিযোগ করেন পুলিশ ও পৌর পুলিশের টহল জোরদার না থাকায় একের পর এক চুরি-ডাকাতির ঘটনা ঘটছে।
184
এটি সম্পূর্ণ সত্য নয়।
22
নির্দেশনা অনুযায়ী সম্মেলনের সাতদিন চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, বিআইসিসি ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দুষণীয় পদার্থ এবং মিছিল, সামবেশ, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
211
মঙ্গলবার রাতের ওই ঘটনায় মৃতদেহ নিয়ে যাওয়া সহকর্মীদের এক জনকে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা।
95
তিনি বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন ও সহকারী উপ-পরিদর্শক গোলাম রব্বানীর বিচার দাবি করেন।
94
আপডেট : ৩০ জুলাই, ২০১৯ ০৩:২৬
28
বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হারের পর ঠিক এমনই কাজ করেছিলেন জাপানের সমর্থকরা।
74
বলতে ইচ্ছা করলেও সে কিছুই বলে না। কারণ জানে যে, সামনের জমায়েতের কেউ কোনো যুবতীর মুখ থেকে অভিযুক্তের পক্ষে এমন বয়ান শুনলেও তা বিশ্বাস করবে না। কেননা তারা নিজেরা কোনোদিনও তার পরিস্থিতিতে মৃদু ‘না’ শব্দটিকে এতোটা গুরুত্ব দিতে পারবে না। তবে সে নিজে এই পরিস্থিতিতেও চার বছর আগেকার ঘটনাটি চোখের সামনে দেখতে পেতে থাকে।
311
দেশের প্রতিটি জেলায় এক বা একাধিক সিনিয়র সহকারী জজ আদালত রয়েছে। সম্পত্তি, অফিস, ব্যক্তিগত অপকার, ক্ষতিপূরণ ও ধর্মীয় অধিকারসংক্রান্ত যাবতীয় মোকদ্দমা সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ আদালতে দায়ের করা হয়। এ আদালত দুই লাখ এক টাকা থেকে চার লাখ টাকা পর্যন্ত মূল্যমানের মূল মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করতে পারেন।
300
কিন্তু বল সোজা চলে যায় মিড অফ ফিল্ডারের হাতে।
45