text
stringlengths 0
127k
| length
int32 0
127k
|
---|---|
রাশিয়ান ক্লাব রুবিন কাজানে খেলা এ স্ট্রাইকার বিশ্বকাপে ইরানের হয়ে তিন ম্যাচেই শুরু থেকে শেষ পর্যন্ত খেলেও গোলের দেখা পাননি। দলও বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। ফলে ইনস্টাগ্রামে তাকে সমালোচকরা একেবারে ধুয়ে দিয়েছিলেন। সরাসরি বললে গালাগালিতে ভরিয়ে দিয়েছেন। আর এমন অপমান সহ্য করতে না পেরে মাত্র ২৩ বছর বয়সেই অবসরের ঘোষণা দিয়েছেন ইরানের এ তারকা। | 341 |
উৎপাদিত সামগ্রী কিনে নেয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। | 51 |
এসব কারণেই প্রিন্স আত্মহত্যা করেছেন বলে তার পরিবারে খোঁজ নিয়ে জেনেছি। | 69 |
মেলা দেখে তারাপীঠে এসে হোটেলে থাকেন। | 36 |
কিন্তু মোদী শপথে থাকার ইচ্ছা প্রকাশ করায় নীতীশের রাজনৈতিক রণনীতি যাঁরা তৈরি করেন, তাঁদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। | 116 |
এ ছাড়াও রয়েছে শিশু সুরক্ষা আইনের অভাব। | 38 |
গত শনিবার একই ভাবে বাড়িতে ডাকঘরের মাধ্যমে পাঠানো উড়ো চিঠি পেয়েছিলেন রুদ্রবাবু ও বিজেপির জেলা সভাপতি প্রবীণ অগ্রবাল। | 117 |
কিন্তু সতর্কতা ছিল জেলা জুড়েই। | 31 |
অর্থনৈতিক চুক্তির ব্য়াপারে প্লেয়ারকে কোনও তথ্য় দেওয়া হয় না। | 60 |
নিহত সামিউল একই এলাকার সানাউল হকের ছেলে। | 40 |
সেখানে তার অবস্থা উন্নতি না হওয়ায় চিকিৎসকরা ঢামেকে রেফার করেন। | 62 |
নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরি (জেপিএল) থেকে ‘মিশন কিউরিওসিটি’র অন্যতম দুই কার্যনির্বাহী সদস্য, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যার অধ্যাপক চন্দ্র ভাস্কর রেড্ডি ও ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেছেন, ‘‘এটা খুবই কঠিন সময় আমাদের কাছে। | 260 |
বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখে মারিও গটজে, থিয়াগো আলকান্তারা, ইকেই গুন্দোগান, জাবি আলোন্সোর মতো বল প্লেয়ারদের সঙ্গে খেলেছে। | 128 |
উইম্বলডনের প্রথম সপ্তাহে স্ট্যান ওয়ারিঙ্কার হারটা ছাড়া আর কোনও অঘটন ঘটেনি। | 75 |
যেমন জার্সির রং কী হবে, লোগো কী হবে, ইত্যাদি। | 45 |
সেনাবাহিনীর অন্তত ২৫ জন্য অফিসার। | 33 |
রাহুল বাবা এবং লালু প্রসাদকেও বলতে চাই, জনগণকে বিভ্রান্ত করবেন না। | 66 |
বুধবার (১১ এপ্রিল) বিকেলে সংসদে প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন। | 113 |
নেত্রকোনায় এক বছরে ৪৮ খুন | 25 |
খুশির খবর হলো কিছু অসুবিধা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ভেতর দিয়েও বাংলাদেশে উন্নয়নের কাজ জোর গতিতে এগিয়ে চলছে। অর্থনৈতিক মানদণ্ডের অনেক সুচকে বাংলাদেশ এখন অন্যান্য দেশগুলোর তুলনায় এগিয়ে আছে। | 188 |
খুশির কারণ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন লগ্নজিতা। | 55 |
এবারের টুর্নামেন্টের বড় বৈশিষ্ট্য হচ্ছে সারা বিশ্বের কোনো দর্শককেই খেলা দেখার জন্য ভিসার প্রয়োজন হবেনা। | 103 |
সোমবার দুই বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে নবসৃষ্ট এই বিভাগের প্রথম সভা অনুষ্ঠিত হয়। | 146 |
বাহ্যিকভাবে শিশুটির গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। | 68 |
তাহমিনা বলল, বসুন না। | 21 |
ভয়ে সেই রাতেই আসমানীর জ্বর উঠে গেল। | 35 |
আমি একদা লেখাপড়া শেষে এই মফস্বলে ফিরে এসেছিলাম। এখন মনে পড়ে সব বন্ধু -বান্ধবীদের মাঝে কেবল আমিই ফিরেছিলাম। ঢাকার মোহ তখনো প্রতিদিন নিয়ম ডাকতো আমায়। পরিবারের সব বিধি-নিষেধ উপেক্ষা করে তাই আবার গেলাম। কিন্তু টিকতে পারলাম না। এই রহস্যময় শহরে শুভাকাঙ্ক্ষী না থাকলে বেহুলার মত লখিন্দরের প্রাণহীন দেহ নিয়ে ঘাটে ঘাটে কেবল ভাসতে হয় অপমানের কাঁটায় ক্ষত-বিক্ষত আত্মধিক্কারে! | 364 |
শিশুকাল থেকেই শিশুরা পিতৃতন্ত্রের বিধানের শিকার হয়ে ওঠে। | 57 |
পরস্পরের সমালোচনায় প্রায় মুখর হতে দেখা যায় তাঁদের। | 50 |
#নিউ আলিপুর: কথা বলে ‘রাখে হরি, মারে কে’ ৷ বুধবার সাত সকালে নিউ আলিপুর স্টেশনে সেই কথার যেন চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল ৷ মালগাড়ির নীচে পড়ে গেলেন এক মহিলা ৷ তাঁর উপর দিয়েই ছুটে গেল মালগাড়ি ৷ তারপরেও প্রাণে বেঁচে গেলেন তিনি ৷ বুধবার সকালে লাইন পাড় হতে গিয়ে লাইনে পড়ে যান তিনি ৷ স্টেশনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি ৷ তার নীচ দিয়েই চলছিল লাইন পারাপার ৷ স্টেশনে উপস্থিত সকলেই সেই সময় মহিলাকে পরামর্শ দেন লাইনে শুয়ে পড়ার ৷ সেই মতো লাইনে শুয়ে পড়েন ওই মহিলা ৷ উপর দিয়ে চলে যায় মালগাড়ি ৷ প্রাণে বেঁচে যান তিনি ৷ | 624 |
কিন্তু বিরোধীরা যা বলছেন ও করছেন, তাতে উদ্বাস্তুদের মনে হতে পারে যে, মুসলমান সম্প্রদায়ের অজুহাত খাড়া করে তাঁদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। | 152 |
পরিচালকের নামটা দেখুন, অমনি আপনার আশার পারদটা একলাফে মগডালে চড়ে বসবে। কিন্তু সেই আশার বেলুনে আমার একটা ছোট্ট সূচ ফোটানোর বড্ড ইচ্ছে করছে যে! ছবিটা খারাপ এমন কথা আমি বলছি না। তবে ইয়ে খুব ভালও যে বলতে পারছি না। আর্মি চিফের নির্দেশে আর্মি অফিসার অভয় সিংহ (মনোজ বাজপেয়ী) একটি দল গঠন করেন। | 285 |
হারিয়ে যাচ্ছে জিরাফও | 20 |
অজি অধিনায়ক মেনে নিয়েছেন যে, ভারতের বোলিং অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের, বিশেষ করে টপ অর্ডারকে বেশ ঝামেলায় ফেলে দিয়েছে। | 115 |
খুব শিগগিরই হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে দু’টি জাগুয়ার, ছ’টি মাউস ডিয়ার এবং দু’টি সিংহ আসবে আলিপুরে। | 98 |
স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। | 27 |
এই ঘটনার নানা দিক তদন্ত করে দেখা হচ্ছে। | 39 |
কৃষ্ণনগর |১৯ মার্চ , ২০১৯, ০১:৫৯:৪৫ | 35 |
স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ সেখানে আত্মঘাতী বিস্ফোরণ হয়। | 58 |
ডিপিসির মাধ্যমে পদোন্নতি যোগ্য শূন্যপদে অতিসত্বর পদোন্নতি দিতে হবে। | 67 |
নাক বন্ধজনিত উপসর্গসমূহ : | 25 |
কোথাকার জল দিয়ে কীভাবে চা করছে তা কে জানে? | 42 |
চঞ্চল খান, কামরুল মুরাদ প্রমুখ। | 31 |
অনাশকে মৃতৌ যস্তু স বৈ মোক্ষমবাপ্নুয়াৎ | | 40 |
শহীদ মিনারে গিয়ে একটা স্যালুট দেব। | 34 |
কংগ্ৰেছত যোগ দি ‘মই তেজপুৰক ভাল পাও’ বুলি মন্তব্য প্ৰাক্তন আমোলাজনৰ। | 68 |
টিউলিপের একাগ্রতা, কর্তব্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার কারণে এটা সম্ভব হয়েছে। | 71 |
কিন্তু কবে থেকে বন্ধ হবে এই ধরনের প্রতিষ্ঠান? | 45 |
অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৩ শতাংশ বাড়তে পারে। | 41 |
পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আরও ১৪ জনকে চলতি দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে পূর্ণাঙ্গ কমিশনার করা হয়েছে। এরা হলেন- সামস উদ্দিন আহমেদ, আতিয়ান নাহার, মোহা. আবু তাহের, সোয়ায়েব আহমেদ, হুমায়রা সাইদা, মাহবুবা হোসেইন, আবদুল বাতেন, মোতাহার হোসেন, হারুন অর রশীদ, খন্দকার মো. ফেরদৌস আলম, রেজাউল করিম চৌধুরী, সুলতানা আহমেদ, নাজমুল করিম ও এমএম ফজলুল হক। এদের মধ্যে অনেকে ৫ বছর পর্যন্ত চলতি দায়িত্বে কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন। | 412 |
পুলিশি এমন বলায়, আর কার কাছে যাব সেটা ভেবে পাইনি। | 49 |
গতকাল সকালে টাউন হল চত্বরে ১৯৫ জনের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার করে টাকার চেক বিতরণ করেন তিনি। | 106 |
সাইফুদ্দিনের দলবলের ভয়ে কিছুদিন বাড়িছাড়া ছিলাম। | 49 |
এমনই ভবিষ্যৎবাণী করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। | 68 |
নির্ধারিত পাঠের বাইরে ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জাতীয় দিবস উদযাপন, বইপড়া প্রতিযোগিতা, মা দিবস আয়োজনসহ নানা কর্মসূচি পালনে অভ্যস্ত করে তুলতে হবে। | 176 |
এক জায়গায় পড়েছিলাম, আড়াই হাজার বছর আগে যখন পাটলিপুত্র নগরের পত্তন হয় তখন গৌতম বুদ্ধ ও তংরহের কথোপকথনে পাটলিপুত্রে। | 114 |
সার্কাসের কাজ ছেড়ে তুমি এই কর্নেল ধ্যানচাঁদের সঙ্গে কুৎসিত কাজে যোগ দিয়েছ কেন? | 78 |
গত একসপ্তাহের মধ্যে ইউরোপে সাধারণ মানুষের ওপর তৃতীয় হামলার ঘটনা ঘটল। | 68 |
কমিউনিস্ট পার্টির শ্রেণিচরিত্র হারিয়ে ফেলা। | 43 |
অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় মোটেই তা নয়। | 44 |
অবশ্য ২৪ মিনিটে পুষিয়ে দেন ডি ব্রুইন। | 37 |
সে প্রবন্ধ ‘ইত্তেহাদের সম্পাদকীয় নয়, পশ্চিম বাংলা সরকারের প্রকাশিত এক পুস্তকে। | 80 |
ম্যাচটা দারুণ উপভোগ্য ছিল। | 26 |
নিরাপত্তা ও নজরদারি কতটা বেহাল হলে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তা এ ঘটনা থেকে বুঝতে বাকি থাকে না। | 99 |
তবে বিপরীত মতামতও রয়েছে। | 24 |
এ পার বাংলার স্বরচিত কবিতা পাঠ করে শোনান বিশ্বনাথ সাহা, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, হারান মজুমদার, বীরেন মাহাতো প্রমুখ। | 118 |
রাজ্যের বাম নেতাদের দেখার সুযোগ করে দিতে আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম দফতরের তিন তলায় এক প্রস্ত ছোটখাটো প্রিমিয়ার স্ক্রিনিং হয়ে গিয়েছে। | 137 |
যেখানে ১ লক্ষ ২০ হাজার মানুষ উপস্থিত হবে বলে খবর। | 49 |
দিন বদলের হাওয়া লেগেছে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। একসময় যা ছিল নানা অনিয়ম,দুর্নীতি ও প্রশাষনিক দুর্বলতার বেড়াজালে আবদ্ধ জীর্ণ... | 147 |
তারা বলেন, সমন্বয়হীনতার কারণে মেয়ররা স্বাধীনভাবে নগরীর উন্নয়নকাজ করতে পারেন না। | 79 |
ওয়ানডে দলে নেই তাহির | 20 |
একমাত্র নিজেদের খেলা ছাড়া। | 26 |
করছে, চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে | 69 |
এর আগে জাহাঙ্গীর, মজনু, ইলিয়াস বাহিনীসহ সুন্দরবনের বেশ কয়েকটি বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিল। | 127 |
২০ জুন বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। | 35 |
এর আগে আজ (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেন, আগামীকালই (০৮ নভেম্বর) তফসিল ঘোষণা করা হবে। আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। | 221 |
এই গান হয়েছে আর এক ইসটাইল দেশে। | 32 |
কারণঃ এই রোগ ব্লগিয় ভাইরাস Mentalicoli এর আক্রমনে হয়ে থাকে। Multi-Nickosis প্রথম নিকারোগুয়ায় সন্ধান পাওয়া যায়, সেখানে এক ব্যক্তির ১মিলিয়ন নিক উদ্ধার করা হয়। বর্তমানে তিনি একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধিন। | 204 |
এর আগে মঙ্গলবার দুপুরে আবরার হত্যায় গ্রেপ্তার হওয়া ১০ আসামির প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। | 115 |
ওঁর প্রোডাকশনের ছবি ‘লাল দরজা’। | 31 |
13 June, 2018 // Featured, নারী/তারুণ্য, ব্রেকিং-নিউজ, মাগুরা সদর, শালিখা, সংবাদ প্রতিদিন // 0 মন্তব্য | 102 |
এবার পিছিয়ে নেই বিজেপি শিবিরও। | 30 |
লাইফ হো তো অ্যায়সি’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ। | 71 |
আমি এই লেখাটিতে শুধু মাত্র কুমিল্লা মহানগরীতে বসবাসকারী নাগরিকদের মৌলিক সুবিধা অধিকার যখন শিকড়ে বন্দি ঠিক তার মাঝ থেকে দু‘চারটি তথা সামান্য তুলে ধরেছি। আমি আমার ক্ষুদ্র মেধা দিয়ে এসব অব্যবস্থাপনা থেকে উত্তরণের পথ কিভাবে তার মধ্যে যতটুকু বলতে চেয়েছি তা হলো- এখানে আমাদের মনে রাখা দরকার নগরীতে আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকাকে আমরা পৃথক না করলে আমরা কোনদিনই এ শহরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে ভাবতে পারবো না এটা পরিষ্কার। ইতোপূর্বে নগরীর পরিধি দক্ষিণে বর্ধিত হয়েই আছে রয়েছে হাউজিং স্ট্রেট এলাকাও। এখন সুযোগ রয়েছে পশ্চিম দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বর্ধিত হওয়া। কারণ এর পশ্চিমে সেনানিবাস, শালবন বিহার ময়নামতি যাদুঘর, কুমিল্লা বিশ^বিদ্যালয় রয়েছে। যদি তাই হয় তবে এই মহানগরীর বর্তমান আয়তনের সাথে আরো ১৫ বর্গ কি.মি. যোগ হবে, মহানগরের আয়তন হবে ৬৮.০৪ বর্গ কি.মি.। ধরে নেয়া যায় জনসংখ্যার বৃদ্ধির হার বর্তমানে হারে বর্ধিত হলে জনসংখ্যা আরো বেড়ে যাবে। যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তবে বর্তমানে কুমিল্লা শহরে জনসংখ্যা হবে ৬ লক্ষাধিক আর সদর দক্ষিনের জনসখ্যা হবে ৪ লক্ষাধিক অথচ বর্তমান কুমিল্লা শহরের চেয়ে সদর দক্ষিণ এলাকা ৩ গুন বেশী বড় তাই এখানে মানুষের বসবাস বৃদ্ধি করলে শহরের উপর থেকে চাপ অনেক কমে যাবে। এখনই পরিকল্পনা নিতে হবে কি করে পুরাতন কুমিল্লা শহরের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ও জনসংখ্যা সদর দক্ষিনে সঞ্চালন করে জনসংখ্যার হার আয়তন অনুযায়ী সমানুপাতিক করা যায়। মোটকথা শুধু মাত্র কুমিল্লা শহর তথা পুরাতন শহরের দিকে ধাবমান মানুষের ¯্রােত ঠেকানো জরুরি। এখানে নগরীর বড় বড় প্রতিষ্ঠান গুলোর অধিকাংশ সরিয়ে সদর দক্ষিণ অংশ কিংবা নগরীর পদুয়ার বাজার বিশ^রোড অংশে স্থানান্তর করা। নগরীতে যেমন রয়েছে অসংখ্য নামী দামী শিক্ষা প্রতিষ্ঠান ঠিক তেমনি সদর দক্ষিণ অংশে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা গেলেও শহরের উপর থেকে অধিকাংশ চাপ কমতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, দূর্বিপাক নদী ভাঙ্গন, খরা, অতিবৃষ্টি অনাবৃষ্টি ইত্যাদি কারনে বর্তমানে নগরীতে সামান্য বৃষ্টি এলেই প্রধান প্রধান সড়ক গুলো তলিয়ে যায়। এ থেকে উত্তরণের পদক্ষেপে হাতে নিয়েও সিটি কর্পোরেশন বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শহরটির কোল ঘেষে বয়ে যাওয়া গোমতী নদীর সাথে শহরের ট্যানালের ন্যায় বিশাল আকারের ড্রেনেজ ব্যবস্থা নগরের পানি নিষ্কাশনের একটি মহা উদ্যোগ হতে পারে। এখানে হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বায়নের এ যুগে সিটি কর্পোরেশন নিজেও বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের কর্পোরেট রেন্সপনসিবিলিটি পালন করে প্রযুক্তি নির্ভর জ্ঞান নিয়ে বাস্তবতা বিচার করে সুপরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক এগুতে পারে। তবে এই মহানগরবাসী আগামী অর্ধশতকে কুমিল্লাকে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী পরিকল্পিত নগরী হিসেবে দেখতে পাবে তা দূরে নয়। তবে পূর্বের পৌরসভার পরিকল্পনা ও সওরেজ এবং পয়নিস্কাশন ব্যবস্থা মাথায় রেখে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে হাইরাইজ দালান কোঠা নির্মানের প্রতিযোগিতায় যেভাবে নেমেছে কুমিল্লার বড় বড় কর্তারা। এতে করে কুমিল্লার ভবিষ্যত নিশ্চত ধ্বংসের দিকে তাতে কোন সন্দেহ নেই।আমাদের কুমিল্লাতে একটি কথা জনশ্রুতি রয়েছে এই অপরিকল্পিত হাই রাইজ বিল্ডিং সমূহের নির্মাতা ডেভেলপার প্রতিষ্ঠান সমূহ এবং বিগত কুমিল্লা পৌরসভার নির্বাচিত ও অনির্বাচিত কর্মকর্তাদের মাঝে কিছু অসাধু কর্মকর্তা এখনো প্রশাসনে বিভিন্ন টেবিলে বসে আছে বহাল তাবিয়ে। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া জরুরী। আমাদের মনে রাখা উচিত শুধু হাইরাইজ বিল্ডিং নির্মান করেই মহানগরকে উন্নত করা যাবে না। তার সাথে চাই সুষ্ঠ পয়নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ সিষ্টেম, পরিকল্পিত ওয়েষ্ট ম্যানেজম্যান্ট, নিরাপদ খাবার পানি, বিদ্যুৎ ও গ্যাস এর সরবরাহের নিশ্চিত ব্যবস্থা করা। আসুন না এক এক করে এই মহানগরের বর্তমান সমস্যাসমূহ মাথায় নিয়ে সিটি কর্পোরেশন নগরপিতা কিংবা স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের পর্যালোচনার মাধ্যমে আমরা কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাই। ভবিষ্যত প্রজন্মকে উপহার দেই একটি সুষ্ঠ সুন্দর আর মনোরম পরিবেশের কুমিল্লা। | 3,358 |
শিক্ষক পেটানো, প্রকৌশলী ও আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, ইয়াবা ইস্যুসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তুমুল সমালোচিত হন বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি। | 160 |
সে ক্ষেত্রে পরবর্তী পরিস্থিতি কী হবে, তা নিয়ে আতঙ্ক রয়েছে। | 58 |
৭০ এমএম, হায়দরাবাদ: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। | 47 |
সাপ উদ্ধার পর্ব শেষে হল মিষ্টিমুখও। | 35 |
#কালনা: পুলিশের জালে ধরা পড়েও নিরুত্তাপ কালনার 'চেনম্যান'। | 59 |
(১) Arctic Fox: সেপ্টেম্বর মাসের শুরুর দিকে Arctic Fox এর বাদামি রং ঢেকে যায় বড় সাদা শুভ্র লোমের নীচে। আবার গ্রীস্মকাল আসলে পুনরায় বাদামি রঙের লোম হয়ে যায় প্রকৃতিগতভাবে। | 169 |
ইয়ং ডিটেকটিভস, মঙ্গোলিয়াÑ সকাল ১০টা | 35 |
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় কাউন্সিলর বিমল সাহা বলেন, ‘‘বিষয়টি অনভিপ্রেত। | 68 |
অনিকের বাবা আউয়াল হোসেন বলেন, ‘আমি গতকাল রাতে গম বীজ চাইলে চেয়ারম্যান বলেন আপনার ছেলেকে টাকা দিয়েছি; সেখান থেকে গম বীজ কিনে নেন। আজ সকালে ছেলেকে ঘটনাটি জানাই। পরে সে এ ঘটনায় প্রতিবাদ করায় চেয়ারম্যান তাকে পিটিয়েছে।’ | 214 |
মা : আহ্! | 10 |
কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, ওই আলোচনায়ও রোহিঙ্গা গণহত্যা প্রসঙ্গ আসবে। আদামা দিয়েং গত মার্চ ও জুন মাসে বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তিনি ইতিমধ্যে বলেছেন, রোহিঙ্গাদের ওপর যে আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি যেসব অভিযোগ পেয়েছেন সেগুলো উপযুক্ত আদালতে প্রমাণ করতে পারলে তা ‘গণহত্যা’ হিসেবেই স্বীকৃতি পাবে। | 351 |
চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এবার পশুর চামড়ার দাম গত বছরের প্রায় অর্ধেকে নেমে যাওয়ায় এ অঞ্চলের এতিম ও গরিব মিসকিন সহ বিভিন্ন এতিমখানা এবং | 144 |
জেনে নিন এমন কিছু ব্যাপার সম্পর্কে যেগুলো প্রেমের ক্ষেত্রে জন্ম দেয় বিতর্কের। | 77 |
জঙ্গিদের প্রেমের ফাঁদে পড়া এক ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। | 60 |
সংসদ ভবন : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিগত অর্থবছরে সার বাবদ ৩ হাজার ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা ভর্তুকি দেয়া হয়েছে। তিনি রবিবার সংসদে সরকারি দলের মো. আব্দুল মতিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন। ... | 203 |
একবার ইন্দ্ৰসভায় রাজা পুন্ধর বা আহুত হন। | 41 |